Lottery ticket in Bible

বাইবেলে লুকোনো লটারির টিকিট! খোঁজ মিলতেই চমক, আট কোটি পেয়ে আপ্লুত প্রৌঢ়া

কয়েক দিন আগে তিনি জানতে পারেন , মোনেটায় কেনা একটি টিকিটে আট কোটি টাকা জিতেছেন। তিনি নিজের টিকিটটি প্রথমে খুঁজে পাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১২:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

লটারি কিনে বাইবেলের ভিতরে রেখে দিয়েছিলেন মহিলা। তার পর বেমালুম ভুলে গিয়েছিলেন ভার্জিনিয়ার বাসিন্দা জ্যাকুলিন মাঙ্গুস। মোনেটার লেক মার্ট অ্যান্ড ডেলি নামের একটি দোকান থেকে তিনি নববর্ষের লটারির টিকিটটি কিনে রেখেছিলেন। কয়েক দিন আগে জানতে পারেন, মোনেটায় কেনা একটি টিকিটে কেউ আট কোটি টাকা জিতেছেন। তিনি নিজের টিকিটটি প্রথমে খুঁজে পাননি। অনেক খ‌োঁজাখুঁজির পর তিনি সেটি দেখতে পান। টিকিটটি একটি বাইবেলের ভিতরে সযত্নে রাখা রয়েছে। টিকিটটি বার করে সেই নম্বর মিলিয়ে দেখে আনন্দে চিৎকার করে ওঠেন জ্যাকলিন।

Advertisement

নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না ওই মহিলা। কারণ যে নম্বরের লটারিতে ওই বিপুল পরিমাণ টাকা জেতার খবর প্রকাশিত হয়েছে সেই নম্বরটি ছিল তাঁর টিকিটেরই। টিকিটটি কিনে এনে তিনি তুলে রেখে দেন ও খেলার দিনও টিকিটটি বার করার কথা ভুলে যান জ্যাকলিন। গত ১০ জানুয়ারি তিনি আট কোটি টাকার পুরস্কার গ্রহণ করেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশ। একসঙ্গে এত টাকা পেয়ে তিনি কী করবেন তা নিয়ে অবশ্য কিছু জানাননি ওই মহিলা। লটারি জেতার ঘটনা তিনি এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। সম্প্রতি, কয়েক সপ্তাহ আগে, কার্লাইলের একজন ২০ বছর বয়সি ইঞ্জিনিয়ার ৮০ কোটি টাকার জ্যাকপট জিতে সবাইকে চমকে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement