Calcutta High Court

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

কেকে-র মৃত্যু নিয়ে বিতর্ক অব্যাহত। রূপঙ্করের মন্তব্য ও সাংবাদিক বৈঠক পরবর্তী পরিস্থিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ০৭:১০
Share:

ফাইল চিত্র।

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে বিতর্ক অব্যাহত। মৃত্যুর কারণ জানতে আইনি চিঠি গিয়েছে কলকাতার পুলিশ কমিশনার, নজরুল মঞ্চ কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে কোনও উত্তর আসে কি না আজ, শনিবার সে দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

কেকে-রূপঙ্কর ফলো আপ

Advertisement

কেকে-কে নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করেছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। তাতেও বিতর্ক থামছে না। আজ ওই ঘটনার ফলোআপের দিকে আজ নজর থাকবে।

বিচারপতিদের বিচার্য বিষয়

শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ অন্য বিচারপতিদের এজলাসে মামলার বিষয় রদবদল হয়েছে। এর পরবর্তী খবরের দিকে নজর থাকবে।

এসএসসি নিয়োগ মামলা ও তদন্তের খবরাখবর

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই। আর সাত দিনের পর তাদের হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা। সেই মতো ওই ঘটনার তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

বর্ষার খবর, আবহাওয়ার অন্যান্য খবর

বর্ষা ঢুকে পড়েছে রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। ফলে শীঘ্রই বৃষ্টি বাড়বে রাজ্যে। তাপমাত্রা আরও কমতে থাকবে।

ফরাসি ওপেন

আজ ফরাসি ওপেনে মহিলাদের ফাইনাল ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শিয়নটেক বনাম গফের খেলা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন