IPS

বিতর্কিত তিনের এক জন বদলি, এক জনের পদোন্নতি

নড্ডার কনভয়ে হামলা-কাণ্ডের পরেই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী এবং আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে কেন্দ্রীয় ডেপুটেশনে বদলি করেছিল কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৬:০৮
Share:

ভোলানাথ পাণ্ডে ও বদলির সেই অর্ডার। নিজস্ব চিত্র

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার ঘটনার পরে তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে বদলি করেছিল কেন্দ্র। যদিও তাঁদের কেন্দ্রীয় পদে যোগ দেওয়ার ছাড়পত্র (এনওসি) এখনও দেয়নি রাজ্য। কেন্দ্র-রাজ্যের এই দড়ি টানাটানির মধ্যেই তাঁদেরই এক জন আইপিএস অফিসারকে বদলি করল রাজ্য সরকার। অপর জনের পদোন্নতি হয়েছে। কেন্দ্র বদলির নির্দেশ দেওয়ার পরেও সেই অফিসারকে রাজ্য নিজের মতো পদে বসাতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে পুলিশ মহলে।

Advertisement

নড্ডার কনভয়ে হামলা-কাণ্ডের পরেই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী এবং আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে কেন্দ্রীয় ডেপুটেশনে বদলি করেছিল কেন্দ্র। সোমবার নবান্ন যে নির্দেশিকা প্রকাশ করেছে, তাতে ভোলানাথকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার পদ থেকে বদলি করে পাঠানো হয়েছে হোমগার্ডের সিনিয়র স্টাফ অফিসার পদে। ডায়মন্ড হারবারের নতুন পুলিশ সুপার হয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে এডিজি দক্ষিণবঙ্গ করা হয়েছে। অপর আইপিএস ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠীকে এই বদলি তালিকায় রাখা হয়নি।

কেন্দ্র যেখানে তাঁদের কেন্দ্রীয় ডেপুটেশনে বদলির নির্দেশ দিয়েছে, সেখানে রাজ্য নিজেদের মতো করে তাঁদের বদলি করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। প্রবীণ আমলা এবং পুলিশকর্তাদের মতে, কেন্দ্রীয় ডেপুটেশনে যেতে গেলে রাজ্যের ছাড়পত্র বাধ্যতামূলক। এই ক্ষেত্রে তিন আইপিএস-কে কেন্দ্রীয় ডেপুটেশনে ছাড়ার জন্য এনওসি দেয়নি রাজ্য। ফলে তাঁদের নিয়ন্ত্রণ এখনও রাজ্য সরকারের হাতেই রয়েছে। তাই রাজ্য মনে করলে উপযুক্ত পদে তাঁদের বদলি করতেই পারে। পুলিশ মহলের অপর একটি অংশের দাবি, নির্দেশিকা হওয়ার পরেও কেন্দ্রীয় ডেপুটেশনে না ছাড়লে সংশ্লিষ্ট অফিসার পরবর্তী পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় সরকারের কোনও পদে কাজ করার সুযোগ পান না। তবে যে হেতু আইপিএস ক্যাডার আইন প্রয়োগ করে তাঁদের বদলি করেছিল কেন্দ্র, তাই রাজ্য নিজের মতো তাঁদের বদলি করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা থেকে যায় বলে মনে করছেন অনেকে। আবার নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরে নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বলেও মনে করছেন অনেকেই।

Advertisement

আরও পড়ুন: তাঁর মতোই লক্ষ্য অমর্ত্য সেন, সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: দিল্লিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা

এ দিন আরও বেশ কয়েক জন আইপিএস অফিসারের পদোন্নতি এবং রদবদল হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (১) দময়ন্তী সেন হয়েছেন স্পেশাল সিপি (২)। আইজি (সিআইএফ) অজয় নন্দ এডিজি পদে উন্নীত হয়েছেন। বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার হয়েছেন নারায়ণ মুখোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন