State News

বেপরোয়া গতি, ১২ ঘণ্টায় ১০ জনের প্রাণ গেল দুর্ঘটনায়

রাজ্য সরকার ‘সেফ ড্রাইভ, লেভ লাইফ’ নিয়ে যতই সচেতনতামূলক প্রচার চালাক না কেন, দুর্ঘটনা কিন্তু কোনও ভাবেই কমছে না। সরকারের এই উদ্যোগকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে রাজ্যজুড়ে চলছে বেপরোয়া গাড়ির দাপাদাপি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ১৭:৫৮
Share:

রাজ্য সরকার ‘সেফ ড্রাইভ, লেভ লাইফ’ নিয়ে যতই সচেতনতামূলক প্রচার চালাক না কেন, দুর্ঘটনা কিন্তু কোনও ভাবেই কমছে না। সরকারের এই উদ্যোগকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে রাজ্যজুড়ে চলছে বেপরোয়া গাড়ির দাপাদাপি। মৃত্যু হচ্ছে বহু মানুষের। শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে রাজ্যজুড়ে পথ দুর্ঘটনার বলি হয়েছে ২ শিশু-সহ মোট ১০ জন। আহত হয়েছেন চার জন। ১২ ঘণ্টারও কম সময়ে শুধু কলকাতা শহরেই প্রাণ গিয়েছে তিন জনের।

Advertisement

শুক্রবার রাতে তারাতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৮ বছরের একটি মেয়ের। পুলিশ জানিয়েছে, ওই রাত ১০ নাগাদ বাইকে করে বেহালা থেকে বরানগর যাচ্ছিল এক পরিবারের চার সদস্য। তারাতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে গেলে চার জনই পড়ে যান। সে সময় বজবজের দিক থেকে আসা একটি ট্যাঙ্কার এসে ধাক্কা মারে ওই পরিবারটিকে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কে ট্রেলার-গাড়ি ও লরির সংঘর্ষে মৃত্যু হয় একই পরিবারের চার জনের। বাঁকুড়ার একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন জীবন মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যেরা। অন্ডালের টপ লাইন সেতুর উপরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রডবোঝাই লরিতে ধাক্কা মারে। ওই গাড়িটিকে আবার পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পরিবারের চার জনের। আহত হন এক জন।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় মডেলের মৃত্যু, আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়

Advertisement

শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই শহরের রাস্তা রক্তাক্ত হয়। রাসবিহারী মোড়ে লেক মলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় এক মডেলের। আহত হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। তাঁর সঙ্গে ছিলেন সনিকা সিংহ চৌহান নামে এক মডেল। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সনিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। এ দিন মহাত্মা গাঁধী রোডে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। এক ব্যক্তি স্ত্রী ও সন্তানকে বাইকে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় সাইকেলে ধাক্কা লেগে পড়ে যান। শিশুটি ছিটকে গিয়ে পড়ে রাস্তায়। সে সময় দ্রুত গতিতে আসা বাসের চাকায় পিষ্ট হয় শিশুটি।


অন্ডালের পথ দুর্ঘটনা। ছবি সৌজন্য: এবিপি আনন্দ।

পশ্চিম মেদিনীপুরে লরিতে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। অন্য একটি দুর্ঘটনায় সিঙ্গুরে এক লরি চালকের মৃত্যু হয়। আবার রাজারহাটে একটি বিয়েবাড়ির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি দোকানে ঢুকে যায়। এই ঘটনায় আহত হয়েছেন তিন জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন