landslide in Sikkim

ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! লাচুং, লাচেনে এখনও আটকে রয়েছেন অন্তত ১৪০০ পর্যটক

নতুন করে কোনও বৃষ্টি না হলেও, ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের একাধিক জায়গা। ধসের কবলে উত্তর সিকিমের লাচুং, লাচেন, চুংথাং-সহ একাধিক জায়গায় আটকে প্রায় ১৪০০ পর্যটক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১২:২৭
Share:

পর্যটকদের উদ্ধারে সেনা। —নিজস্ব চিত্র।

নতুন করে কোনও বৃষ্টি না হলেও, ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের একাধিক জায়গা। ধসের কবলে উত্তর সিকিমের লাচুং, লাচেন, চুংথাং-সহ একাধিক জায়গায় আটকে প্রায় ১৪০০ পর্যটক। ছয়-সাতটি জায়গায় ব্যাপক ধস হয়েছে। সেই সব এলাকায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার নানা উপায়ে অন্তত ২০০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি বিকল্প রাস্তা হিসাবে জ়িরো পাস, লাচুং রোড হয়ে পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। চুংথাং ও লাচুংয়ের সংযোগকারী রাস্তা শনিবার বিকেলের মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও খবর প্রশাসনিক সূত্রে। খেদুম্পায় জিআরএফ এবং সেনার সহযোগিতায় রাস্তা থেকে পাথরের চাঁই সরানোর কাজ চলছে যুদ্ধাকালীন তৎপরতায়।

পর্যটন সংস্থাগুলির সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রায় ২০০ পর্যটককে গ্যাংটকে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। চুংথাং থেকে নামিয়ে সাংকলানের নবনির্মিত বেইলি সেতু দিয়ে তাঁদের গ্যাংটকে নিয়ে আসা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement