নিবেদিতার জন্ম-সার্ধশতবর্ষের অনুষ্ঠান

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন চলতি সপ্তাহের কয়েকদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০২:৩৫
Share:

ভগিনী নিবেদিতা।

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন চলতি সপ্তাহের কয়েকদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। ভগিনী নিবেদিতার বাড়ির দায়িত্বে থাকা প্রব্রাজিকা অশেষপ্রাণা জানান, বাগবাজারের ১৬ নম্বর বোসপাড়া লেনের ওই বাড়িতে একটি সংগ্রহশালা তৈরি করা হচ্ছে। বুধবার সকালে সেখানে ‘www.sisterniveditahouse’ নামের ওয়েবসাইটের সূচনা করবেন শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। এর পাশাপাশি ২৬ ও ২৭ অক্টোবর, দুই দিন ধরে দমদমে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনে চলবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণীদের সম্মেলন। ২৮ অক্টোবর বিকেলে মহাজাতি সদনে হবে সভা।

Advertisement

এ ছাড়াও, ২৮ অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মদিন উপলক্ষে ওই দিন থেকে ৩০ অক্টোবর এবং ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বোসপাড়ার সংগ্রহশালাটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রব্রাজিকা অশেষপ্রাণা বলেন, ‘‘আগামী ৬ মাসের মধ্যে সংগ্রহশালাটি পুরোপুরি খুলে দেওয়ার সম্ভবনা রয়েছে।’’ এর পাশাপাশি ১৭ নম্বর সারদামণি সরণি’র যে বাড়িতে ভগিনী নিবেদিতা বেশি সময় কাটিয়েছেন, সেই বাড়িটিকে ইতিমধ্যেই হেরিটেজ স্থান হিসেবে ঘোষণা করেছে কলকাতা পুরসভার হেরিটেজ কমিটি। ওই বাড়িটির কিছুটা কেনা হয়েছে। সেখানে ‘নিবেদিতা ইনস্টিটিউট অন হিউম্যান অ্যাডভান্সমেন্ট অ্যান্ড রিসার্চ’ (নিহার) তৈরি করবে রামকৃষ্ণ সারদা মিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন