Coronavirus

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ। ঠান্ডা কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তাদের মতে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ০৬:৫৮
Share:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

সামনেই রয়েছে গোয়া বিধানসভার নির্বাচন। তার আগে আজ, সোমবার সেখানে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, গোয়ার প্রার্থিতালিকা ঘোষণা করতে পারেন অভিষেক। আজ কারা কারা পাচ্ছেন ঘাসফুল শিবিরের টিকিট নজর থাকবে সে দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

পাঁচ রাজ্যের নির্বাচন

Advertisement

সামনেই রয়েছে উত্তরপ্রদেশ,পঞ্জাব-সহ পাঁচ রাজ্যের নির্বাচন। ওই নির্বাচনকে ঘিরে চলছে দেশ জুড়ে রাজনৈতিক তরজা। বিশেষ করে সবার নজর উত্তরপ্রদেশের দিকে। সেখানে পুনরায় সরকার গড়তে মরিয়া বিজেপি। অন্য দিকে, বিরোধীরাও বিজেপি-কে আটকাতে উঠে পড়ে লেগেছে। ফলে নজর থাকবে নির্বাচন সংক্রান্ত সমস্ত খবরের দিকে।

গ্রাফিক- সনৎ সিংহ।

নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলা কমিকের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। ভেন্টিলেশনেও রাখা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, নারায়ণের দেহে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। জল জমছে ফুসফুসেও। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। এ অবস্থায় আজ নজর থাকবে নারায়ণের শারীরিক অবস্থার দিকে।

রাজ্যে করোনা সংক্রমণ

বিগত কয়েক দিনের তুলনায় রবিবার রাজ্যে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে ছুটির দিন থাকায় টেস্ট কম হওয়ার কারণেই আক্রান্তের সংখ্যা কম হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। ফলে আজ সোমবার নজর থাকবে রাজ্যে কোভিড সংক্রমণ কত থাকে।

আবহাওয়া

আজও রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ। ঠান্ডা কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতে ওই তাপমাত্রা আরও কম হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন