Siliguri

‘মাদক কারবারি’দের হাতে আক্রান্ত মাধ্যমিকের দুই পড়ুয়া! পরীক্ষা দিতে হল হাসপাতালে বসে

বাড়িতে সিসি ক্যামেরায় বসানোয় বেজায় সমস্যায় পড়েছিলেন মাদক কারবারিরা। তার জেরে ওই বাড়িতে আক্রমণ! মাদক কারবারিদের হামলায় গুরুতর জখম হল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার সেখানে বসেই পরীক্ষা দিতে হল তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১
Share:

এই বাড়িতেই হামলা হয়। —নিজস্ব চিত্র।

বাড়িতে সিসি ক্যামেরায় বসানোয় বেজায় সমস্যায় পড়েছিলেন মাদক কারবারিরা। তার জেরে ওই বাড়িতে আক্রমণ! মাদক কারবারিদের হামলায় গুরুতর জখম হল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার সেখানে বসেই পরীক্ষা দিতে হল তাদের।

Advertisement

শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির বাসিন্দা দুই মাধ্যমিক পরীক্ষার্থী আফরিন আনসারি ও সাইনা আনসারি। রাজেন্দ্র প্রসাদ হাই স্কুলের ছাত্রী তারা। পরিবারের অভিযোগ, তাদের পারিবারিক ব্যবসা রয়েছে। মাঝে মধ্যেই জিনিস চুরি হত। সেই চুরি রুখতেই বাড়ি ও বাড়ির বাইরে সিসিটিভি বসানো হচ্ছিল। তাতেই সমস্যা মাদক কারবারিদের। এ নিয়ে রবিবার মাদক কারবারিরা চড়াও হল ওই বাড়িতে। ওই সময় বাড়িতে কোনও পুরুষ ছিলেন না। মহিলাদের উপরেই হামলা চালানো হয় বলে অভিযোগ।

পরিবারের সদস্য সবনম বেগম বলেন, ‘‘হাতের সামনে যা পেয়েছে, তা দিয়েই মেরেছে। সিসি ক্যামেরা বসালে ওদের কর্মকাণ্ড ধরা পড়ে যাবে, ওই ভয়ে হামলা চালিয়েছে। আফরিন, সাইনা পড়াশোনা করছিল। ওদেরও মারধর করেছে।’’

Advertisement

আফরিন, সাইনাকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার সেখানে বসেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দু’জনে। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন, ‘‘সরকারি নির্দেশ অনুযায়ী আগে থেকেই ঘর তৈরি করে রাখা হয়েছিল। ওই দু’জন পরীক্ষার্থীকে রবিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সকালে তাদের ছেড়েও দেওয়া হয়। কিন্তু তারা তাদের শারীরিক পরিস্থিতির কথা জানায়। হাসপাতালে থেকেই তারা পরীক্ষা দিতে চেয়েছিল। সেই কারণে এখানেই ওদের জন্য ব্যবস্থা করা হয়।’’

আক্রান্ত পরিবারের সদস্য মহম্মদ নজরুল আনসারি সিভিক ভলান্টিয়ার। উত্তরায়ন আউটপোস্টে কাজ করেন। পরিবারের তরফে খালপাড়া আউটপোস্টে ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি (পূর্ব) রাকেশ সিংহ বলেন, ‘‘প্রাথমিক ভাবে জানতে পেরেছি ,দুই প্রতিবেশীর মধ্যে সমস্যা। সেটা নানা কারণেই হতে পারে। দু’জন পরীক্ষার্থীকে সকালে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। তারা হাসপাতালে পরীক্ষা দিয়েছে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমরা গোটা ঘটনা তদন্ত করে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement