Belpahari Panchayat Samity

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

বিজেপি-র জেলা সভাপতি সুখময় শতপথীর অবশ্য দাবি, ২০১৮-র পঞ্চায়েত ভোটের পরেই ওই সদস্যরা তৃণমূলে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০২
Share:

প্রতীকী ছবি

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির দু’জন সদস্য। বুধবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁরা দল বদল করেন। বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য মিঠু মাহাতো ও ফুলমনি সরেনকে এ দিন পার্থবাবুর বাড়িতে নিয়ে যান তৃণমূলের ব্লক নেতৃত্ব। বেলপাহাড়ি ব্লকের এড়গোদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সুভাষ পাতর ও ভুলাভেদা অঞ্চলের বিজেপির কিছু কর্মীও এ দিন পার্থবাবুর বাড়িতে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভানেত্রী বিরবাহা সরেন বলেন, ‘‘নতুন নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি-র উপর বীতশ্রদ্ধ হয়েই ওই পঞ্চায়েত সদস্য ও বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন।’’ বিজেপি-র জেলা সভাপতি সুখময় শতপথীর অবশ্য দাবি, ২০১৮-র পঞ্চায়েত ভোটের পরেই ওই সদস্যরা তৃণমূলে গিয়েছিলেন। একই সদস্যদের বার বার তৃণমূলে যোগদানের নাটক করা হচ্ছে। লোকসভা ভোটে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া—জঙ্গলমহলের চারটি আসনই জিতেছে বিজেপি। তার পর এক বছরও কাটার আগে ঝাড়গ্রাম, বেলপাহাড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের প্রবণতা ওই অঞ্চলে জোড়া ফুলের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত কি না, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। অন্য দিকে, পূর্ব বর্ধমানের বিজেপির যুব মোর্চার এক নেতাও মঙ্গলবার পার্থবাবুর বাড়ি গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন