Sonarpur Car Accident

বাতিস্তম্ভে ধাক্কা মেরে দোকান ভেঙে ঢুকে পড়ল গাড়ি, ব্যাডমিন্টন খেলতে গিয়ে সোনারপুরে মৃত্যু দুই তরুণের!

একটি চারচাকার গাড়ি সোনারপুরের থেকে তেমাথার দিকে যাচ্ছিল। অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাসিয়াড়ায় একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। তার পর সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে একটি দোকানে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১১:৫৯
Share:

লাল রঙের গাড়িটি দু’জনকে পিষে দেয়। —নিজস্ব চিত্র।

সোনারপুরে পথদুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের। ব্যাডমিন্টন খেলতে বেরিয়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল তাঁদের। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি দোকান ভেঙে ঢুকে পড়েছিল। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি হয় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতদের বাড়ি ঘাসিয়াড়াতেই। নাম দেবপ্রসাদ হাজরা এবং সাগর সরকার। দেবপ্রসাদের বয়স ২৩-২৪ বছর, সাগর ১৬ বছরের। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে খানিক দূরে ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিলেন তাঁরা। দেবপ্রসাদ বাবাকে ফোন করে বলেছিলেন, বাড়ি ফিরতে একটু দেরি হবে। বুধবার সকালে ঘুম থেকে উঠে ছেলের মৃত্যুসংবাদ পান বাবা।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চারচাকার গাড়ি সোনারপুরের থেকে তেমাথার দিকে যাচ্ছিল। অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাসিয়াড়ায় একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। তার পর সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে একটি দোকানে। তার আগে রাস্তার পাশে দাঁড়ানো দুই তরুণকে পিষে দেয়। রাস্তার পাশে পড়ে কাতরাতে থাকেন দু’জন। অন্য দিকে, গাড়িচালকও গুরুতর জখম হন। বেশ কিছু ক্ষণ পরে স্থানীয়দের নজরে পড়েন তাঁরা। জখম গাড়িচালককে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দুই তরুণের মৃত্যু হয় রাস্তাতেই।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় রাতেই প্রায়শই দুর্ঘটনা হয়। গাড়িচালকেরা প্রচণ্ড গতিতে গাড়ি চালান। পুলিশ নজরদারির অভাব রয়েছে।

মৃত দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুই অল্পবয়সির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement