Bangladeshi Nationals Arrest In West Bengal

গুজরাতে ছিলেন দীর্ঘ দিন, বাংলা হয়ে পালানোর সময় ৫ বাংলাদেশি মহিলা গ্রেফতার! পাকড়াও ৩ দালাল

শনিবার সকালে তিন ভারতীয় দালাল এবং পাঁচ বাংলাদেশি মহিলাকে আটকায় পুলিশ। মহিলাদের সঙ্গে ছিল ছয় শিশু। গ্রেফতার করে সকলকে আদালতে হাজির করায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৭:৪৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আবার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি। সেই সঙ্গে পাকড়াও করা হল ভারতীয় দালালকেও। এ বার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে পুলিশি টহলদারির সময় পুরদহ ও চ্যাঙা বটতলা এলাকা থেকে তিন ভারতীয় দালাল এবং পাঁচ বাংলাদেশি মহিলাকে আটকায় পুলিশ। মহিলাদের সঙ্গে ছিল ছয় শিশু।

Advertisement

আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন ওই বাংলাদেশিরা। এ রাজ্য থেকে পালিয়ে তাঁরা কাজ করতেন গুজরাতে। আবার অবৈধ ভাবেই তাঁরা বাংলাদেশ পালানোর চেষ্টা করেন। এ জন্য তাঁরা বাগদায় যান। তাঁদের সাহায্য করছিলেন তিন ভারতীয় দালাল।

শনিবার ধৃতদের ধৃতদের আদালতে হাজির করানো হয়। পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশকারীদের কারও কাছে বৈধ কোনও কাগজপত্র ছিল না। সকলকে আদালতে নিয়ে যাওয়া হয়। তিন ভারতীয় দালালকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। একই সঙ্গে ছয় বাংলাদেশি শিশু-সহ পাঁচ মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, শুক্রবার নদিয়ার ধানতলা এলাকায় অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার সময় গ্রেফতার করা হয় ১৫ জন বাংলাদেশিকে। তাঁদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে ভারতীয় এক দালালকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement