মিড ডে মিলে ভাত-তরকারির সঙ্গে ছ’রকম ফল

প্রধান শিক্ষক জানান, মিড ডে মিলের জন্য যে টাকা আসে, তা বাঁচিয়েই এ দিন ফলের ব্যবস্থা হয়েছিল। সেই সঙ্গে শিক্ষকেরা ব্যক্তিগত উদ্যোগেও কিছু সাহায্য করেছেন। খুব তাড়াতাড়ি আবার এই রকম আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 

Advertisement

সমীরণ দাস

জয়নগর শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০১:৩৫
Share:

ভাতের সঙ্গেই দেওয়া হচ্ছে ফল। তিলপি স্কুলে। ছবি: সুমন সাহা

দুপুরে মিড ডে মিলের সঙ্গেই দেওয়া হল মরসুমি ফল। ভাত ডাল, সব্জির সঙ্গেই ছাত্রছাত্রীরা খেল কলা, শসা, আঙুর, বেদানা, পেয়ারা, তরমুজ। বুধবার এই ব্যবস্থা করা হয়েছিল জয়নগরের তিলপি জেএম ব্রাঞ্চ প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রছাত্রীদের স্কুলে আসার উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ। পাশাপাশি মাথায় রাখা হয়েছিল, ছেলেমেয়েদের পুষ্টির দিকটাও।

Advertisement

জয়নগরের প্রত্যন্ত এলাকায় এই স্কুল। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৬০০। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল, স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীই প্রথম প্রজন্মের পড়ুয়া। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দে’র কথায়, ‘‘স্বাভাবিক ভাবেই এদের বেশির ভাগের ক্ষেত্রেই বাড়ি থেকে স্কুলে আসার উৎসাহ তেমন দেওয়া হয় না। প্রায়ই স্কুলছুটের ঘটনা ঘটে। মিড ডে মিলটা স্কুলে আসার বড় কারণ। আমরা চেষ্টা করছি, নানা ভাবে এদের উৎসাহ বাড়ানোর।’’

প্রধান শিক্ষক জানান, মিড ডে মিলের জন্য যে টাকা আসে, তা বাঁচিয়েই এ দিন ফলের ব্যবস্থা হয়েছিল। সেই সঙ্গে শিক্ষকেরা ব্যক্তিগত উদ্যোগেও কিছু সাহায্য করেছেন। খুব তাড়াতাড়ি আবার এই রকম আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

স্কুল সূত্রে খবর, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে অন্যান্য নানা উদ্যোগও করা হচ্ছে নিয়মিত। বেশ কিছু দিন ধরেই সাধারণ ক্লাসের পাশাপাশি এই স্কুলে প্রোজেক্টরের সাহায্যে স্মার্ট ক্লাসের মাধ্যমেও পড়ানো হচ্ছে। মাঝেমধ্যেই আয়োজন করা হচ্ছে ম্যাজিক শো-সহ নানা অনুষ্ঠানের। এই ধরনের নানা পরিকল্পনায় ছাত্র ছাত্রীদের উৎ,সাহ বাড়ছে বলে দাবি প্রধান শিক্ষকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন