স্ত্রীর মুখে অ্যাসিড, ধৃত স্বামী

অ্যাসিড মারার ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের ২ অগস্ট সকালে। শনিবার সকালে গাইঘাটা থানার পুলিশ চাঁদপাড়া স্টেশন-সংলগ্ন এলাকা থেকে ধরেছে উজ্জ্বল রায় নামে ঢাকুরিয়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা ওই যুবককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ০৩ জুন ২০১৮ ০১:১২
Share:

ধৃত: উজ্জ্বল। নিজস্ব চিত্র

স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগে প্রায় দু’বছর পরে ধরা পড়ল স্বামী।

Advertisement

অ্যাসিড মারার ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের ২ অগস্ট সকালে। শনিবার সকালে গাইঘাটা থানার পুলিশ চাঁদপাড়া স্টেশন-সংলগ্ন এলাকা থেকে ধরেছে উজ্জ্বল রায় নামে ঢাকুরিয়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা ওই যুবককে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বলের সঙ্গে বছর এগারো আগে বিয়ে হয়েছিল ফুলসরা এলাকার বাসিন্দা পিঙ্কি সরকারের। অভিযোগ, বিয়ের পরে শ্বশুর বাড়িতে শারীরিক-মানসিক নির্যাতন করা হত তাঁর উপরে। সে জন্য স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে আসেন পিঙ্কি।

Advertisement

অভিযোগ, ঘটনার দিন সাতেক আগে শ্বশুর বাড়িতে চড়াও হয়ে প্রাক্তন স্ত্রীর কাছে পাঁচ হাজার টাকা দাবি করে উজ্জ্বল। মহিলা ওই টাকা দিতে অস্বীকার করেন। তখন মহিলার ব্যাগে যা টাকা আছে, সেটাই চায় স্বামী। পিঙ্কি জানিয়েছিলেন, ব্যাগে সামান্য যা টাকা আছে, তা দিয়ে তিনি ‘ফেসওয়াশ’ করাবেন।

এই শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে উজ্জ্বল। হুমকি দিয়ে বলে, ‘‘ফেসওয়াশ করবি তো? তোর মুখই অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব।’’ এর কয়েক দিনের মধ্যেই স্ত্রীর মুখে সে অ্যাসিড ছুড়ে পালায় বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির ব্যটারিতে থাকা অ্যাসিডই ছুড়েছিল উজ্জ্বল।

ঘটনাটি ঘটেছিল স্থানীয়ে পাল্লা সড়কে ফুলসরা মোড়ে। অ্যাসিডে পিঙ্কির মুখের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। আদালতে গোপন জবানবন্দি দেন তিনি।

এখন বাপের বাড়ি থেকেই দুই মেয়েকে খেলাপড়া শেখাচ্ছেন পিঙ্কি। নিজে ছোটখাট কাজ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে উজ্জ্বল এলাকা-ছাড়া ছিল। শনিবার পুলিশের কাছে খবর আসে, স্টেশন এলাকায় তাকে দেখা গিয়েছে। এরপরে পুলিশ তাকে ধরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন