Road Accident

ফের মৃত্যু যশোর রোডে, বাসের চাকায় পিষ্ট স্কুটারচালক

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের হৃদয়পুরের কৈলাসনগর এলাকায় বাড়ি নিবারণের। এ দিন স্কুটার চালিয়ে কাজে যাচ্ছিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৯
Share:

—প্রতীকী চিত্র।

ফের দুর্ঘটনা মধ্যমগ্রামের যশোর রোডে। মৃত্যু হল এক স্কুটার আরোহীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম চৌমাথা এবং বিবেকানন্দ কলেজের মাঝে, যশোর রোডে। চাকা পিছলে যাওয়ায় স্কুটার থেকে পড়ে যান সেটির চালক। ঠিক তখনই পিছন দিক থেকে আসা একটি সরকারি বাস তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নিবারণ দাস (৫৩)। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই বাস ও চালককে আটক করেছে মধ্যমগ্রাম থানা। স্থানীয়দের অভিযোগ, মধ্যমগ্রামের বিবেকানন্দ সরণি থেকে চৌমাথা পর্যন্ত যশোর রোডের অংশটি ক্রমেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। মাস তিনেকের মধ্যে তিন-তিনটি দুর্ঘটনা ঘটেছে যশোর রোডের ওই অংশে। প্রাণহানিও ঘটেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের হৃদয়পুরের কৈলাসনগর এলাকায় বাড়ি নিবারণের। এ দিন স্কুটার চালিয়ে কাজে যাচ্ছিলেন তিনি। তাঁর মাথায় হেলমেটও ছিল। যশোর রোড ধরে বারাসতের দিক থেকে মধ্যমগ্রাম চৌমাথা এবং বিবেকানন্দ কলেজের মাঝামাঝি আসতেই হঠাৎ চাকা পিছলে যাওয়ায় স্কুটার থেকে রাস্তায় ছিটকে পড়েন নিবারণ। ওই সময়ে পিছন থেকে বারাসত-হলদিয়া রুটের একটি সরকারি বাস আসছিল। দ্রুত গতিতে ছুটে আসা ওই সরকারি বাসের চালক ব্রেক কষে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। বাসের চাকায় পিষে যান নিবারণ। স্থানীয় লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিবেকানন্দ সরণি থেকে মধ্যমগ্রাম চৌমাথা— যশোর রোডের এই অংশেই গত তিন-চার মাসের মধ্যে তিন-তিনটি দুর্ঘটনা ঘটেছে। বিবেকানন্দ সরণির কাছে দুর্ঘটনায় এক জনের মৃত্যুর পরেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বারাসত পুলিশ জেলার কর্তারা যশোর রোডের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শন করেছিলেন। বারাসতের ডাকবাংলো মোড় থেকে মধ্যমগ্রামের দোলতলা পর্যন্ত যশোর রোডের কয়েকটি অংশকে ‘ব্ল্যাক স্পট’ হিসাবে চিহ্নিত করেছিলেন তাঁরা। ওই ঘটনার পরে বিবেকানন্দ সরণি সংলগ্ন যশোর রোডের কাটা অংশ গার্ডরেল এবং বাঁশ দিয়ে আটকে দেয় পুলিশ। গাড়ির গতি কম রাখতে যশোর রোডের ওই অংশের দুই লেনেই গার্ডরেল বসানো হয়। ‘ব্ল্যাক স্পট’গুলির অন্যতম চৌমাথা সংলগ্ন বিবেকানন্দ কলেজ মোড়। এ দিন যশোর রোডের ওই জায়গাতেই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে।

বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ‘‘দুর্ঘটনায় স্কুটারচালকের মৃত্যু হয়েছে। বারাসতের দিক থেকে আসার সময়ে আচমকাই স্কুটার থেকে পড়ে যান। ওই সময়ে পিছন থেকে আসা সরকারি বাসের নীচে মৃত্যু হয়েছে তাঁর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন