Crime Against Women

জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে কিশোরীকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী, আবারও গাইঘাটায়

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জন্মদিনের অনুষ্ঠানে কিশোরীকে ফোন করে ডাকেন ওই যুবক। অভিযোগ, এর পর সেখানে তাকে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় একাধিক বার ধর্ষণ করেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:৪৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় আবারও ধর্ষণের অভিযোগ উঠল। এ বার জন্মদিনের অনুষ্ঠানে অষ্টম শ্রেণির এক কিশোরীকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল তারই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ, গত রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ‘নির্যাতিতা’র পরিবারের দাবি, ভয়ে তিন দিন ওই কিশোরী কাউকে কিছু বলেনি। বুধবার সে পরিবারকে জানায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ‘নির্যাতিতা’র পরিবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর পর, রাতেই অভিযুক্ত যুবকককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জন্মদিনের অনুষ্ঠানে কিশোরীকে ফোন করে ডাকেন ওই যুবক। অভিযোগ, এর পর সেখানে তাকে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় একাধিক বার ধর্ষণ করেন অভিযুক্ত। এমনকি, কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেওয়া হয় তাকে। সেই ভয়ে নির্যাতিতা তার পরিবারকে কিছুই জানায়নি। বুধবার দুপুরে নাবালিকা তার পরিবারকে ঘটনার কথা বলে। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়।

নির্যাতিতার মায়ের দাবি, অভিযুক্ত যুবক বার বার তাঁর মেয়েকে বিরক্ত করতেন । রবিরাব সকালে কিশোরীর ফোন নম্বরও নেন তিনি। এর পর বিকেলে বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ফোন করেন তাঁর মেয়েকে। তাকে সেখানে আমন্ত্রণ জানান। নির্যাতিতার মা বলেন, “সেখানে মদ্যপান করিয়ে একাধিক বার আমার মেয়েকে ধর্ষণ করা হয়। শুধু তা-ই নয়, আমার মেয়েকে ভয়ও দেখানো হয়। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

Advertisement

প্রসঙ্গত, কয়েক দিন আগে গাইঘাটা থানা এলাকায় টিউশন নিতে যাওয়ার সময় দশম শ্রেণির এক ছাত্রীকে হাত বেঁধে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ‘নির্যাতিতা’র পরিবাবের দাবি, শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। শনিবার নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। শনিবার রাতেই পরিবারের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement