Hatiara Murder

হাতিয়াড়ায় যুবককে খুনে ধৃত খুড়তুতো ভাই

সোমবার নুর সংবাদমাধ্যমে দাবি করে, ঘটনাটি ইচ্ছাকৃত নয়। মারামারির সময়ে বাচ্চু কোনও ভাবে ছুরিতে আহত হন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ০৯:১৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিধাননগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াড়া পশ্চিমপাড়ায় রবিবার বিকেলে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের এক খুড়তুতো ভাইকে। ধৃতের নাম নুর ইসলাম ওরফে বাবু। পুলিশ জানায়, নুর তার ভাই শেখ নাফিজ আহমেদ ওরফে বাচ্চুকে ‌ছুরি দিয়ে পেটে আঘাত করেছিল বলে অভিযোগ। ওই ঘটনায় বাচ্চুর দাদার স্ত্রী বৈশাখী খাতুন বেগমও আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় হাসপাতালে বাচ্চুর মৃত্যু হয়। সোমবার দেহের ময়না তদন্ত হয়েছে। সেটির প্রাথমিক রিপোর্ট অনুসারে, পেটে গুরুতর আঘাতের জেরেই মৃত্যু বলে জানানো হয়েছে।

রবিবার রাতেই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। সোমবার নুর সংবাদমাধ্যমে দাবি করে, ঘটনাটি ইচ্ছাকৃত নয়। মারামারির সময়ে বাচ্চু কোনও ভাবে ছুরিতে আহত হন। যদিও তার এই দাবি মানতে নারাজ পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন