Attemp To Suicide

নাকা চেকিংয়ের সময় ভারপ্রাপ্ত অফিসারের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১০টা ২০ নাগাদ নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময়ে দায়িত্বে থাকা অফিসারের সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিভাস। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ০২:২৭
Share:

—নিজস্ব চিত্র।

নাকা চেকিংয়ের সময়ে ভারপ্রাপ্ত অফিসারের সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কনস্টেবল। সোমবার রাতে ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকায় ঘটেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, আহত ওই কনেস্টবলের নাম বিভাস ঘোষ। তিনি গোপালনগর থানার এসএপি-২ নম্বর ব্যাটালিয়ানের কনস্টেবল।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১০টা ২০ নাগাদ নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময়ে দায়িত্বে থাকা অফিসারের সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিভাস। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার। সেখানে বিভাসের অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে স্নায়ু রোগের ওষুধ খাচ্ছিলেন বিভাস। তবে হঠাৎ কেন নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঠিক কী কারণে গুলি চালালেন তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement