রোপওয়ে মেরামত করতে উঠে প্রাণ গেল শ্রমিকের

মাটি থেকে প্রায় একশো ফুট উপরে রোপওয়েতে ঝুলে আছেন এক শ্রমিক। নীচে দমকল-পুলিশ, পুরসভার কর্মীরা তাঁকে নামানোর চেষ্টা করছেন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় যখন সত্যি নামানো গেল ওই শ্রমিককে, ততক্ষণে দেহে সাড় নেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অশোকনগর শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০০:১৯
Share:

মাটি থেকে প্রায় একশো ফুট উপরে রোপওয়েতে ঝুলে আছেন এক শ্রমিক। নীচে দমকল-পুলিশ, পুরসভার কর্মীরা তাঁকে নামানোর চেষ্টা করছেন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় যখন সত্যি নামানো গেল ওই শ্রমিককে, ততক্ষণে দেহে সাড় নেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

রবিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার মিলেনিয়াম সায়েন্স পার্কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিবু সাউ (৫৫)। বাড়ি ওড়িশায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, অশোকনগর-কল্যাণগড় পুরসভা পরিচালিত এই পার্কে বহু মানুষ আসেন প্রতিদিন আসেন বেড়াতে। রোপওয়েটি খুবই আকর্ষণীয়। ২০০২ সালে সেটি চালু হয়েছিল। কলকাতার একটি সংস্থা রোপওয়ে রক্ষণাবেক্ষণ করে।

Advertisement

পুরপ্রধান প্রবোধ সরকার বলেন, ‘‘ওই সংস্থার সঙ্গে পুরসভার চুক্তি অনুয়ায়ী, পুরসভা ওই সংস্থাকে রোপওয়েটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে ৪০ হাজার টাকা দেয়। মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ টাকাও ওই সংস্থা ও পুরসভা ভাগ করে নেয়। দিন কয়েক আগে রোপওয়েটি বিপজ্জনক হয়ে পড়ায় আমি তা বন্ধ করার নির্দেশ দিই।’’

পুরসভা সূত্রে জানানো হয়েছে, দিন দ’শেক ধরে ওই সংস্থার কর্মীরা রোপওয়ে মেরামত করার কাজ করছিলেন। এ দিন ৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। তিনজন উপরে ওঠেন। শিবু কাজ করার সময়ে কোনও ভাবে একটি শক্ত তারে আটকে পড়েন। তার ফুটো হয়ে ঢুকে যায় ঊরুতে। ঘটনাস্থলে পৌঁছন প্রবোধবাবু। অশোকনগর থানা থেকে পুলিশ পৌঁছয়। হাবরা থেকে দমকলের একটি ইঞ্জিন আনা হয়। কিন্তু তাদের কাছে ওই উঁচু থেকে শিবুকে নামানোর পরিকাঠামো ছিল না। পরে বারাসত থেকে দমকলের একটি মই এনে শিবুকে নামানো হয়। এই করতে করতেই কেটে যায় প্রায় দু’ঘণ্টা। নীচে ততক্ষণে চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স তৈরি ছিল। কিন্তু তা সত্ত্বেও বাঁচানো যায়নি ওই ব্যক্তিকে।

প্রশ্ন উঠেছে, উপযুক্ত নিরাপত্তা না নিয়েই কী ভাবে শ্রমিকদের অত উঁচুতে কাজ করতে দেওয়া হল?প্রবোধবাবু জানান, রোপওয়ে রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংস্থার এক আধিকারিককে ফোন করা হলেও সেটি বন্ধ ছিল।

শ্রীনু খুনে ধৃত আরও ১। শ্রীনু নায়ডু খুনে মহম্মদ জসিম নামে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। খড়্গপুরের নিমপুরার রাখাজঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। এখানেই তার বাড়ি। এই নিয়ে শ্রীনু খুনে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন