বেআইনি দখলদারির বিরুদ্ধে পথে প্রশাসন

খালের দু’ধারে বেআইনি ভাবে তৈরি কয়েকটি গুমটি ঘর ভেঙে দিল ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবারের সরিষাহাট থেকে উস্থির মোড় পর্যন্ত রাস্তার পাশে। প্রশাসন জানিয়েছে, সামনের সপ্তাহ থেকে যন্ত্রের মাধ্যমে খাল পাড়ের বাকি দখল সরানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০১:০৯
Share:

এই দশা হয়েছে খালের। —নিজস্ব চিত্র।

খালের দু’ধারে বেআইনি ভাবে তৈরি কয়েকটি গুমটি ঘর ভেঙে দিল ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবারের সরিষাহাট থেকে উস্থির মোড় পর্যন্ত রাস্তার পাশে। প্রশাসন জানিয়েছে, সামনের সপ্তাহ থেকে যন্ত্রের মাধ্যমে খাল পাড়ের বাকি দখল সরানো হবে।

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে সরিষাহাট মোড় থেকে নিলাখোলাখালি খালটি কয়েক কিলোমিটার দূরে মড়িগাছি গ্রামের কাছে ডায়মন্ড হারবার খালের সঙ্গে মিশেছে। নিলাখোলাখালি খালের পাশের রাস্তাটি সরিষাহাট থেকে উস্তি পর্যন্ত গিয়েছে। ৬ কিলোমিটার দীর্ঘ সেই রাস্তাটি পাকা করার কাজ চলছে। সেই রাস্তার দু’পাশের জমিতে বাঁশ পুঁতে দখল রাখা চলছিল। খালের একাংশ ভরাট করে ছোট ছোট গুমটিও তৈরি হয়েছিল। পরে সেখানে পাকা বাড়ি তৈরির পরিকল্পনা ছিল।

ওই বেআইনি দখল হটানোর জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ডায়মন্ড হারবার ২ বিডিও তীর্থঙ্কর বিশ্বাসের নেতৃত্বে অভিযান অভিযান হয়। এ বিষয়ে বিডিও বলেন, ‘‘রাস্তার কাজ চলার মাঝেই পাশে বাঁশ পুঁতে জায়গা দখলের চেষ্টা করা হচ্ছিল। অনেকে গুমটি তৈরি করে ফেলেছে। এ দিন কয়েকটি বেআইনি দখল হটানোর চেষ্টা করা হয়েছে। সামনের সপ্তাহ থেকে যন্ত্র দিয়ে খাল পাড়ের বাকি দখল সরানো হবে।’’

Advertisement

ব্লক প্রশাসনের এক কর্তা এ বিষয়ে জানান, ওই খালটি দীর্ঘদিন সংস্কার হয়নি। খালে জল না থাকায় আশপাশের জমিতে চাষবাষও প্রায় বন্ধ। সেই সুযোগেই শুরু হয়েছিল দখলদারির চেষ্টা। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই বিডিও ডায়মন্ড হারবার থানার পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান। যদিও বাসিন্দাদের একাংশের অভিযোগ, বেআইনি দখলদারি বেড়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা এত দিন সে বিষয়ে খেয়াল দেননি। অভিযোগ অস্বীকার করে ব্লক প্রশাসনের ওই কর্তার দাবি, রাজনৈতিক নেতাদের একাংশের মদতে ওই গুমটিগুলি এক সময়ে গজিয়ে উঠেছিল। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সময় নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন