Hariharpur Murder

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন বারুইপুরে, জঙ্গল থেকে উদ্ধার কঙ্কাল

পুলিশ সূত্রে খবর, অভযুক্ত তনুজা বিবি তাঁর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে পরে সেই ঘটনা লুকোনোর জন্য থানায় গিয়ে স্বামীকে অপহরণ করার অভিযোগ জানান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ০৩:৩৪
Share:

উদ্ধার হওয়া কঙ্কাল। —নিজস্ব চিত্র।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে খুন করার অভিযোগে গ্রেফতার এক মহিলা ও তাঁর প্রেমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হরিহরপুর এলাকায়। মৃতের নাম মহসিন হালদার। সোমবার শিবপুর স্কুলের পাশের জঙ্গল থেকে একটি কঙ্কাল উদ্ধার করে উস্তি থানার পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কালটি মৃত মহসিন হালদারের বলে জানায় তারা। চলতি বছরের মে মাস থেকে নিখোঁজ ছিলেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভযুক্ত তনুজাবিবি তাঁর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে পরে সেই ঘটনা লুকোনোর জন্য থানায় গিয়ে স্বামীকে অপহরণ করার অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে উস্তি থানার পুলিশ।

পুলিশ জানায়, তদন্তের শুরুতে তনুজা পুলিশের সঙ্গে সহয়োগিতা করলেও পরে তাঁর কথায় অসঙ্গতি লক্ষ করেন তদন্তকারীরা। এর পর মৃত মহসিনের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানতে পারেন তাঁরা।

Advertisement

মৃত মহসিনের স্ত্রী তনুজা বিবি, হাবিবুল্লাহ খান নামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান মহসিন। সেই বাধা সরাতেই তাকে খুন করে দেহ শিবপুর স্কুলের পাশের জঙ্গলে ফেলে দিয়ে আসেন তনুজা ও তাঁর প্রেমিক। তার পর থানায় গিয়ে স্বামীর অপহরণের অভিযোগ করেন তিনি।

সোমবার তনুজাবিবি ও তাঁর প্রেমিক হাবিবুল্লাহ খানকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়। আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement