TMC

TMC: তৃণমূলের কার্যালয় ভেঙে দিল দুষ্কৃতীরা

তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলে তৃণমূলের কার্যালয়টি ভাঙা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ০৮:১১
Share:

নিশ্চিহ্ন: সেই দলীয় কার্যালয়

তৃণমূলের একটি কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার ভবানীপুর ১ পঞ্চায়েতের মুক্তচক গ্রামে।

Advertisement

তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলে তৃণমূলের কার্যালয়টি ভাঙা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের নেতৃত্বে মুক্তচক গ্রামে চাঁচের বেড়া এবং বিচুলির ছাউনি দিয়ে তৃণমূলের একটি কার্যালয় তৈরি করা হয়েছিল। এ দিন বিকেল ৫টা নাগাদ হামলা চালিয়ে সেটি ভাঙচুর করে কিছু দুষ্কৃতী।

Advertisement

গ্রামের তৃণমূল নেতা হিমাংশু মণ্ডল বলেন, ‘‘বেশ কিছুদিন ধরে আমরা এই পার্টি অফিসটি চালাচ্ছিলাম। এ দিন বিকেল বিজেপির শতাধিক লোক এসে অফিস ভাঙচুর করে পালায়।’’

অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি বলেন, ‘‘ভোট পরবর্তী হিংসায় বিজেপির অধিকাংশ নেতা-কর্মী বর্তমানে ঘরছাড়া। এই পরিস্থিতিতে বিজেপির পক্ষে তৃণমূলের পার্টি অফিস ভাঙার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আড়াল করতে বিজেপির উপরে ওরা দোষ চাপাতে চাইছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement