(বাঁ দিকে) এসপির দফতরের গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত সেই অটো (ডান দিকে)। — নিজস্ব চিত্র।
যাত্রী বোঝাই অটোর সঙ্গে ধাক্কা লাগল পুলিশ সুপারের (এসপি) দফতরের গাড়ির। জন। বসিরহাটের ত্রিমোহিনী সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন অটোর চালক-সহ সাত জন। স্থানীয়েরা আহতদের বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এসপির দফতরের গাড়ির চালক মত্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার পুলিশের গাড়িটি বেপরোয়া ভাবে এসে অটোতে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে চালকের কাছে গেলে তাঁর মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন ঘাতক গাড়িটি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় বসিরহাট থানার পুলিশ। পুলিশ আধিকারিকেরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেন। হাসপাতালে ভর্তি অটোর যাত্রী এবং অটোচালককে দেখতে যায় পুলিশ।