পিছনের সিটে ৩ জন। সামনে বাঁ দিকে ২ জন, ডান দিকে এক জন। চালক-সহ ৭ জন যাত্রী নিয়ে চলছে অটো!
একের পর এক দুর্ঘটনা, মৃত্যুর পরেও কিছুতেই হেলদোল নেই বারাসতের চাঁপাডালি মোড়ের অটো চালকদের।
মাস কয়েক আগে ‘চার জনের বেশি যাত্রী তোলা যাবে না’— এই বিধি নিয়ে কড়াকড়ি শুরু করেছিল উত্তর ২৪ পরগনা পরিবহণ দফতর। অটোর লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলেও শোনা গিয়েছিল। ধড়পাকড় করছিল ট্রাফিক পুলিশ। তৃণমূলের উচ্চ নেতৃত্ব থেকে শ্রমিক সংগঠনের নেতাদের ডেকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। এরপরে কিছু দিন সব ঠিকঠাকই চলছিল। এখন আবার সামনে তিন জন যাত্রী নেওয়ার পুরনো রেওয়াজ ফিরে এসেছে।
চাঁপাডালি মোড় থেকে দু’টি রাস্তা ধরে অটো চলাচল করে। একটি টাকি রোডের দিকে যায়। অন্যটি যশোর রোডের দিকে। বারাসত থানার পুলিশ ছাড়াও ট্রাফিক ও সিভিক ভলান্টিয়ার রয়েছে। তাঁদের সামনেই পিছনে ও সামনে তিন জন করে যাত্রী তোলা হচ্ছে। কোনও অটো আবার একটু এগিয়ে গিয়ে অতিরিক্ত যাত্রী তুলছে।
অটোগুলি অধিক যাত্রী তুলছে কিনা, সে ব্যাপারে কড়া নজরদারি চলবে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। পাশাপাশি পুলিশের নজর এড়িয়ে গেলে সেই অটোর নম্বরটি পুলিশকে জানালে সে ক্ষেত্রেও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সুপার।
যাত্রীদের অভিযোগ, চার জন যাত্রীর বেশি নেওয়া হচ্ছে কেন, সে প্রশ্ন করলে অটো চালকেরা খারাপ ব্যবহার করেন। অসুবিধা হলে নেমে যাওয়ার কথা বলেন। যাত্রীদের কেউ কেউ বললেন, ‘‘স্ট্যান্ড থেকে ৫ জন যাত্রী নিয়ে রওনা দেয় ঠিকই। তারপরে মাঝপথে আরও লোক নেওয়া হয়।’’ এক যাত্রী জানালেন, এমনিতেই টাকি রোড ভাঙাচোরা। তার উপরে ট্রাক, বাস চলাচল করে। এর মধ্যে দিয়েই বিপজ্জনক ভাবে প্রচণ্ড গতিতে দুলতে দুলতে চলে অটোগুলি। মহিলা যাত্রীরা জানালেন, সামনে চালকের পাশে বসার পরে আরেক জন যাত্রী বসলে শুধু বসার অসুবিধাই নয় অনেক আপত্তিকর ঘটনাও ঘটে। সামনে বসতে না চাইলে কটূক্তি করেন অটো চালকেরা।
কী বলছেন শ্রমিক সংগঠনের নেতারা?
চাঁপাডালি থেকে টাকি রোড ধরে শ’দুয়েক অটো যাতায়াত করে। বারাসত চাঁপাডালি মোড় অটো অপারেটর্স ইউনিয়নের সম্পাদক চন্দন মোদক বলেন, ‘‘অটোতে অধিক যাত্রী যাতে তোলা না হয়, সে ব্যাপারে অটো চালকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে কঠোর নির্দেশও দেওয়া হয়েছে।’’ তা হলে ফের কী ভাবে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে প্রশ্ন করলে চন্দনবাবু বলেন, ‘‘আমরা ফের নজরদারি শুরু করছি। কেউ এমন করেছে খবর পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’
চাঁপাডালি থেকে যশোর রোড ধরে ৯টি রুটে প্রায় ৫০০ অটো যাতায়াত করে। বারাসত যশোর রোড অটো অপারেটর্স ইউনিয়নের সম্পাদক গোপাল কাঞ্জিলাল বলেন, ‘‘সামনে কোনও মতেই তিন জন যাত্রী তোলা যাবে না। সে বিষয়ে অবিলম্বে নোটিস দেওয়া হচ্ছে।’’ এরপরেও যদি কেউ এমন করেন তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন গোপালবাবু।