—প্রতিনিধিত্বমূলক চিত্র।
অটোর সঙ্গে ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। গুরুতর আহত এক মহিলা। অটোর চালককেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে যাত্রীদের নিয়ে একটি অটো বনগাঁ থেকে গাঁড়াপোতার দিকে যাচ্ছিল। সে সময় সামনের দিক থেকে আসছিল ইঞ্জিনভ্যানটি। সেটির সঙ্গে ধাক্কা লাগে অটোর। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়েরা। আহতদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালক-সহ এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্বপন সাহানি। আহত মহিলার নাম গৌরী বৈদ্য। তাঁরা দু’জনেই কলকাতার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন অটোচালক নিতাই দেও। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইঞ্জিনভ্যানের চালককে আটক করা হয়েছে।