Bidhannagar

২৯টি ছাদ-রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত বিধাননগর কমিশনারেট এলাকাতেও

সব মিলিয়ে বিধাননগর কমিশনারেট এলাকার ২৯টি রুফটপ রেস্তরাঁ বন্ধ করা হচ্ছে।

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ০৮:২৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতার পরে এ বার সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর এবং নিউ টাউনেও ছাদের উপরে থাকা ১৪টি রেস্তরাঁর কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সেই সব রেস্তরাঁগুলিকে নোটিস পাঠানো হচ্ছে।

সোমবার নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এবং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নিউ টাউন এলাকায় ৫টি এবং পাঁচ নম্বর সেক্টর এলাকার ৯টি ঠিকানায় ছাদে চালু থাকা রেস্তরাঁর কাজ বন্ধ রাখা হবে। সল্টলেক এলাকার ৮টি এবং বাগুইআটি এলাকার ৭টি রুফটপ রেস্তরাঁও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে বিধাননগর কমিশনারেট এলাকার ২৯টি রুফটপ রেস্তরাঁ বন্ধ করা হচ্ছে। এর পাশাপাশি, ওই দু’টি সংস্থাতেই অবসরপ্রাপ্ত কোনও দমকল আধিকারিককে নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তা ছাড়া নবদিগন্তের মতো এনকেডিএ-তেও প্রতি বছর ফায়ার অডিট করার পরিকল্পনা করা হয়েছে।

সম্প্রতি কলকাতায় মেছুয়ার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখে ছাদে রেস্তরাঁ, ক্যাফে জাতীয় ব্যবসার কাজ বন্ধের নোটিস পাঠানো হচ্ছে। সম্প্রতি পাঁচ নম্বর সেক্টরে একটি রাসায়নিক কারখানাতেও অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সূত্রের খবর, সেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকা সত্ত্বেও তা পরিচালনা করার মতো লোক ছিলেন না বলে দেখা গিয়েছিল।

এই ঘটনার পরে পাঁচ নম্বর সেক্টর এবং নিউ টাউনে সার্বিক সমীক্ষার
কাজ শুরু করে নবদিগন্ত এবং এনকেডিএ। একটি রিপোর্টও তৈরি করা হয়। তাতে দেখা গিয়েছে, বাণিজ্যিক কাজে ব্যবহৃত একাধিক বহুতলের ছাদে রেস্তরাঁ, ক্যাফে, পানশালা, ব্যাঙ্কোয়েট, এমনকি খেলাধুলোরও ব্যবস্থা রয়েছে। সেই সব জায়গা সরেজমিনে খতিয়ে দেখেছেন ওই দুই সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, সেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থার ক্ষেত্রে বেশ কিছু দুর্বলতা তাঁদের চোখে পড়েছে। নবদিগন্ত সূত্রের খবর, এ দিনের বৈঠকে ফায়ার অডিটের উপরে জোর দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কোনও অবসরপ্রাপ্ত দমকল আধিকারিককে নিয়োগ করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন