ক্যানিংয়ে বাইক মিছিল

বাইক মিছিল করার অভিযোগ উঠল ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল মণ্ডলের বিরুদ্ধে। বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। শুক্রবার বিকেলে ক্যানিং বাসস্ট্যান্ডে সভার আয়োজন হয়েছিল। থানার মোড় থেকে এক বিরাট মিছিল বের হয় প্রার্থীর নেতৃত্বে।

Advertisement
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০১:২৯
Share:

বাইক মিছিল করার অভিযোগ উঠল ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল মণ্ডলের বিরুদ্ধে। বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। শুক্রবার বিকেলে ক্যানিং বাসস্ট্যান্ডে সভার আয়োজন হয়েছিল। থানার মোড় থেকে এক বিরাট মিছিল বের হয় প্রার্থীর নেতৃত্বে। অভিযোগ ওই মিছিলের শেষে ছিল বাইক র‌্যালি ও মোটরভ্যানের ব়্যালি। ক্যানিং পশ্চিমের কংগ্রেস প্রার্থী অর্ণব রায় বলেন, ‘‘তৃণমূল নির্বাচনী বিধি মানছে না। গায়ের জোরে যা খুশি তাই করছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।’’ শ্যামলবাবু অবশ্য বলেন, ‘‘বাইক মিছিল হয়েছে বলে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।’’ মহকুমাশাসক প্রদীপ আচার্য জানিয়েছেন, বাইক ও মোটর ভ্যান র‌্যালি হয়েছে বলে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য ও ছবি: সামসুল হুদা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement