তৃতীয় দিনে জয়ী বিজেএফসিসি

কারমাইকেল শিল্ড প্রতিযোগিতার তৃতীয় দিনের খেলায় বসিরহাটের জুনিয়ার স্টার ক্লাবকে ০-২ গোলের ব্যবধানে পরাজিত করল বিজেএফসিসি। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে ফ্রিকিক থেকে জোরাল শর্টে গোল করেন বসিরহাট জুনিয়ার ফুটবল কোচিং সেন্টার (বিজেএফসিসি)-র বাকিবিল্লা মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০১:২৪
Share:

কারমাইকেল শিল্ড প্রতিযোগিতার তৃতীয় দিনের খেলায় বসিরহাটের জুনিয়ার স্টার ক্লাবকে ০-২ গোলের ব্যবধানে পরাজিত করল বিজেএফসিসি। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে ফ্রিকিক থেকে জোরাল শর্টে গোল করেন বসিরহাট জুনিয়ার ফুটবল কোচিং সেন্টার (বিজেএফসিসি)-র বাকিবিল্লা মণ্ডল। ওই অর্ধের ২৫ মিনিটে আরও একটি গোল করে দলকে এগিয়ে দেন সাবির গাজি। খেলার দ্বিতীয়ার্ধে উভয়পক্ষই কোনও গোল করতে পারেনি। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের ঋষভ বসু। তাকে ট্রফি, মোবাইল এবং রুপোর একশো টাকার আদলে স্মারক তুলে দেওয়া হয়। এ দিনের খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল আমিন, উত্তম ভট্টাচার্য, মোকাব্বেল গাজি এবং নারায়ণ ঘটক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement