Swapan Majumder

‘ওসিদের মারতে হবে, কালীঘাটে প্রশিক্ষণ নিয়েছে’, প্রকাশ্য সভায় বলেন বিজেপি বিধায়ক

২৭ ডিসেম্বর ভুরকুন্ডা পঞ্চায়েতের সামনে গ্রামীণ মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ২২:৩৫
Share:

থানায় আগুন জ্বালানোরও ডাক দিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। — নিজস্ব চিত্র।

বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে পুলিশকর্মীদের মারধরের নিদান দিলেন এক বিজেপি বিধায়ক। এখানেই শেষ নয়, থানায় আগুন জ্বালানোরও ডাক দিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তৃণমূলের পাল্টা, বিজেপির ক্ষেত্রে এ সব নতুন নয়। এ সব করে আইনশৃঙ্খলা ভাঙছে তারা।

Advertisement

২৭ ডিসেম্বর ভুরকুন্ডা পঞ্চায়েতের সামনে গ্রামীণ মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাই শনিবার থানার সামনে নৈহাটি রোডের উপর বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল বিজেপি। সেখানেই পুলিশকে ওই হুমকি দেন বিজেপি বিধায়ক। অভিযোগ করেন, তৃণমূল কর্মীদের বাড়বাড়ন্তের পিছনে রয়েছে পুলিশ।

স্বপন বলেন, ‘‘তৃণমূলের দালালগুলি, চোরগুলি, ডাকাতগুলি এক একটা ভিখিরির বাচ্চা ছিল। এই চামচাগুলোর (পুলিশ) জন্য ফুলেফেঁপে গিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়েছে। পুলিশের মদত নিয়ে।’’ এর পরেই বিজেপি কর্মীদের পরামর্শ দেন স্বপন। তিনি বলেন, ‘‘আমরা বিজেপি পরিষ্কার করে একটা কথা বলছি। আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে। এই নির্বাচনে এই ছেলেদের রেয়াত করবে না। অনৈতিক ভাবে, অন্যায় ভাবে যাঁরা ভয় দেখিয়েছেন, তাঁদের নাম বিডিও অফিসে জমা দিন। অভিযোগ করা হবে। আদালতে দৌড় করাব।’’ তিনি এ-ও বার বার জানান যে, কাজ করতে এসে কোনও পুলিশ বা আধিকারিককে ভয় পাওয়ার কিছ নেই। তাঁর কথায়, ‘‘কাজ করতে এসে কারও গোলামি করতে হলে ওই গোলামি না করে চলে যান। ওই গোলামি করার উপযুক্ত নন আপনারা। ভয় পাওয়ার কিছু নেই।’’

Advertisement

এর পরেই স্বপন নিদান দিয়েছে পুলিশকে মারার। তিনি বলেন, ‘‘আইসি বা ওসি কে রয়েছে জানি না, যে এই কাজ করেছে, তাকে গ্রেফতার করে সাজা না দিলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন করে এই ওসি যেই থানায় বসে সেখানে আগুন লাগাব। একটা থানায় আগুন লাগালে পশ্চিমবঙ্গের বাকিগুলো সোজা হবে।’’ এর পর প্রকাশ্যেই ওসিকে মারধরের কথা বলেছেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, ‘‘তৃণমূল নেতাগুলি এখন যেমন গাছে বাধা পড়ছেন, ওসিদের মারতে হবে। ওসি আর আইসিগুলি প্রশিক্ষণ নিয়ে এসেছে কালীঘাট থেকে, যে তোমার চামচাগিরি আমি করে দেব।’’

কেন এ সব কথা বলেছেন, তারও যুক্তি দিয়েছেন স্বপন। তিনি বলেন, ‘‘২০০ জনের বেশি কার্যকর্তার দেহ শ্মশানে নিয়ে যেতে হয়েছে। আমাদের বুকে জ্বালা রয়েছে। এ সব হয়েছে নপুংসক পুলিশের কারণে। তাঁরা তাঁদের ডিউটি পালন করুক, আমাদের ক্ষোভ থাকবে না। তাঁরা ডিউটি না করলে আমাদের অস্ত্র তুলে নিতে হবে। ’’ তাঁর এই মন্তব্যের জন্য মামলা হলেও ভয় পান না, সে কথাও জানিয়ে দিলেন স্বপন। তিনি বলেন, ‘‘এ রকম মামলা অনেক খেয়েছি। আমরাও করব।’’

তৃণমূলের টাউন সভাপতি কৃষ্ণ চক্রবর্তী বলেন, ‘‘এক জন বিধায়ক যদি বলেন, থানা জ্বালিয়ে দেব, আইসিকে মারব, আইনশৃঙ্খলা তো তাঁরাই ভাঙছেন। বিজেপির কাছে এ সব নতুন নয়। উত্তরপ্রদেশেও দেখেছি। ওদের মতের মতো না হলে জ্বালিয়ে পুড়িয়ে মারছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন