Howrah

বিক্ষোভ-অবরোধে থমকাল যান, বাড়ল ভোগান্তি

যানজটে নাকাল হতে হয় বাড়ি ফেরত জনতাকে। কোথাও কোথাও দু’ঘণ্টাও অবরোধ চলে। অবরোধ উঠলেও ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক হতে হতে রাত গড়িয়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০৬:৩৩
Share:

শিরাকোলের ঘটনার প্রতিবাদে হাবড়ায় বিজেপির পথ অবরোধ। ছবি: সুজিত দুয়ারি

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপির অবরোধ-বিক্ষোভে উত্তাল হল দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকা। বিকেল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পাশাপাশি মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় বিভিন্ন এলাকায়। যানজটে নাকাল হতে হয় বাড়ি ফেরত জনতাকে। কোথাও কোথাও দু’ঘণ্টাও অবরোধ চলে। অবরোধ উঠলেও ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক হতে হতে রাত গড়িয়ে যায়।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে গোবরডাঙার কালীবাড়ির মোড়ে বনগাঁ-বসিরহাট সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। অবরোধ করা হয় হাবড়ার ১ নম্বর রেলগেটের কাছে যশোর রোডে। সেখানে মিনিট কুড়ি অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয়। অন্যদিকে, অশোকনগর-জিরাট রোডের ফার্মেসি মোড়ে ও অশোকনগর বিল্ডিং মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। বিল্ডিং মোড়ে অবরোধ চলাকালীন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ওই পথ দিয়ে যাচ্ছিলেন। অবরোধকারী বিজেপি কর্মীদের সঙ্গে গাড়ি থেকে নেমে কথা বলতে দেখা যায় তাঁকে। যদিও মিনিট খানেকের মধ্যে আবার গাড়িতে উঠে যান তিনি।অশোকনগরের বিজয়া ফার্মেসির মোড় এলাকায় এ দিন বিকেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ, ওই সময় এক তৃণমূলকর্মী গাড়ি নিয়ে যেতে চাইলে অবরোধকারী বাধা দেন। অভিযোগ, অবরোধকারীরা তাঁর গাড়িতে আঘাত করে। এর পরে তৃণমূলের লোকজন এসে অবরোধকারীদের মারধর করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ। তাতে তাদের তিন কর্মী জখম হয়েছে বলে অভিযোগ বিজেপির। দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি থানায় বিক্ষোভ দেখায়। হাসনাবাদের বনবিবি সেতুর উপর বসে পড়ে এক ঘণ্টা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। হাসনাবাদের বরুণহাট হাসপাতাল মোড়ে নেবুখালি-হাসনাবাদ রোড অবরোধ করা হয়।

বিকেল থেকে ব্যারাকপুরের প্রায় সর্বত্র অবরোধ শুরু হয়ে যায়। বীজপুর থেকে টিটাগড় পর্যন্ত মূল দুটি রাস্তা ঘোষপাড়া রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় বসে পড়ে অবরোধ শুরু হয়। তার ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। বিভিন্ন রাস্তায় আটকে পড়ে শয়ে শয়ে গাড়ি-বাস। বারাসতের কলোনি মোড়, চাঁপাডালি মোড়ে অবরোধ শুরু হওয়ায় যশোর রোড এবং ৩৪ জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। তার ফলে সমস্যায় পড়েন প্রচুর মানুষ। আমডাঙার নাগরডাঙাতেও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ফলে নাকাল হতে হয় মানুষকে। এদিনই অশোকনগরে বিল্ডিং মোড় এলাকায় বিজেপির অবরোধের মধ্যে দিয়ে এক ব্যক্তি যেতে চাইলে, তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই অবরোধ-বিক্ষোভ। বিক্ষোভের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির অবরোধে ভোগান্তি বাড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন