Boat capsized

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, রায়দিঘির ১৩ মৎস্যজীবীকে উদ্ধার করল অন্য ট্রলার

মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বঙ্গোপসাগর থেকে ডাঙায় ফিরে আসার সময়ে ঘটে দুর্ঘটনা। আচমকাই ট্রলারটির পাটাতন ভেঙে জল ঢুকতে শুরু করে। দ্রুত পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং কিছু ক্ষণের মধ্যেই ট্রলারটি সম্পূর্ণ ভাবে জলে ডুবে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৯:৫২
Share:

—নিজস্ব চিত্র।

রথযাত্রার দিন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ‘ভাই ভাই’ নামের একটি মাছ ধরার ট্রলার। রায়দিঘি থেকে রওনা দিয়েছিল সেটি। ট্রলারে ছিলেন মোট ১৩ জন মৎস্যজীবী। ডাঙায় ফেরার পথে ঘটে বিপত্তি! পাটাতন ভেঙে জল ঢুকতে শুরু করে ট্রলারে। শেষ পর্যন্ত ওই ট্রলার থেকে মৎস্যজীবীদের উদ্ধার করে অন্য একটি ট্রলার। মৎস্যজীবীদের সকলেই সুস্থ রয়েছেন এবং বর্তমানে তাদের রায়দিঘি ঘাটে নিয়ে আসা হয়েছে।

Advertisement

মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বঙ্গোপসাগর থেকে ডাঙায় ফিরে আসার সময়ে ঘটে দুর্ঘটনা। আচমকাই ট্রলারটির পাটাতন ভেঙে জল ঢুকতে শুরু করে। দ্রুত পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং কিছু ক্ষণের মধ্যেই ট্রলারটি সম্পূর্ণ ভাবে জলে ডুবে যায়। তখন কাছেই ছিল অন্য একটি ট্রলার। সেটি দ্রুত এসে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। মৎস্যজীবীদের সকলেই সুস্থ রয়েছেন এবং বর্তমানে তাদের রায়দিঘি ঘাটে নিয়ে আসা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি কার্তিক দাস বলেন, “হঠাৎই ট্রলারের কাঠ ভেঙে জল ঢুকতে শুরু করে। কিছু বোঝার আগেই ট্রলারটি জলে ডুবে যায়। পাশেই ওই ট্রলার না থাকলে আমরা কেউই বাঁচতে পারতাম না।” এই ঘটনার পর মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। উদ্বেগও ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement