আত্মহত্যার চেষ্টা যুগলের

প্রেমে বাধা দেওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল তরুণ-তরুণী। শনিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গায়। দু’জনই আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০২:২৩
Share:

প্রেমে বাধা দেওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল তরুণ-তরুণী। শনিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গায়। দু’জনই আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জা‌না গিয়েছে , এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ বিষ খায় বছর আঠারোর ওই তরুণী। তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়। তরুণীকে নিয়ে তাঁর পরিবার বারাসতের দিকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মোটরবাইক নিয়ে ওই স্বাস্থ্যকেন্দ্রে আসেন এক তরুণ। হঠাৎ তিনি স্বাস্থ্যকেন্দ্রে লুটিয়ে পড়েন। চিকিৎসকেরা জানান, ওই তরুণও বিষ খেয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দু’জনেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার আরজিকর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, খেজুরডাঙ্গা গ্রামের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রের সঙ্গে পাশের গ্রামের এক তরুণীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার তাঁরা বাড়ি ছাড়ে। রাতে দুই পরিবারের সদস্যেরা তাঁদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনেন। এরপরই শনিবার সকালে ওই ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement