টুকরো খবর

পথ দুর্ঘটনায় এক কলেজপড়ুয়ার মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানায়, সোমবার রাতে সোনারপুর থানার মালঞ্চ এলাকায় উদয়েন্দু ঘোষ (২২) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। ওই রাতে উদয়েন্দু সহপাঠী শুভদীপ ঘোষের সঙ্গে মোটরবাইকে করে কলেজের বার্ষিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তদন্তকারীদের বক্তব্য, শুভদীপের বয়ান অনুযায়ী উদয়েন্দু মোটরবাইক চালাচ্ছিলেন। শুভদীপ ছিলেন পিছনের আসনে। মালঞ্চ এলাকায় একটি লোহার রড বোঝাই লরির পিছনে গিয়ে ধাক্কা মারে মোটরবাইকটি। লরির পিছন থেকে বেরিয়ে থাকা লোহার রড উদয়েন্দুর পেটে ঢুকে যায়।

Advertisement

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০০:৪০
Share:

কলেজপড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য সোনারপুরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

পথ দুর্ঘটনায় এক কলেজপড়ুয়ার মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানায়, সোমবার রাতে সোনারপুর থানার মালঞ্চ এলাকায় উদয়েন্দু ঘোষ (২২) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। ওই রাতে উদয়েন্দু সহপাঠী শুভদীপ ঘোষের সঙ্গে মোটরবাইকে করে কলেজের বার্ষিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তদন্তকারীদের বক্তব্য, শুভদীপের বয়ান অনুযায়ী উদয়েন্দু মোটরবাইক চালাচ্ছিলেন। শুভদীপ ছিলেন পিছনের আসনে। মালঞ্চ এলাকায় একটি লোহার রড বোঝাই লরির পিছনে গিয়ে ধাক্কা মারে মোটরবাইকটি। লরির পিছন থেকে বেরিয়ে থাকা লোহার রড উদয়েন্দুর পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি করছেন শুভদীপ। বাইক ও লরির সংঘর্ষেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। কিন্তু অন্য রকম বয়ান মিলেছে উদয়েন্দুর পরিবারের কাছ থেকে। ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা উদয়েন্দুর পরিজনেরা বলেন, ‘‘রাত ১০টা নাগাদ ছেলের ফোন এসেছিল। জানিয়েছিল, সে বাড়ি ফিরবে না। বন্ধুর বাড়িতেই থেকে যাবে। কিন্তু এর আধঘণ্টা পরেই ফোন আসে উদয়েন্দুর বন্ধু শুভদীপের। সে ওই দুর্ঘটনার খবর জানায়। আমরা গিয়ে দেখি ঘটনাস্থলে পড়ে রয়েছে দু’টি মোটরবাইক। তার পরেই থানায় অভিযোগ দায়ের করি।’’ পুলিশ জানিয়েছে, ময়না-তদন্তের পরে উদয়েন্দুর শরীরে একাধিক কালশিটে দাগ পাওয়া গিয়েছে। এর পরেই উদয়েন্দুর পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার (পূর্ব) অরিজিৎ সিংহ।

Advertisement

ডাকাতির আগেই ধরা পড়ল ৫ দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা • হাবরা

সড়কে ট্রাক থামিয়ে চালকের কাছ থেকে নগদ কয়েক হাজার টাকা ছিনতাইয়ের সময়ে খবর পেয়ে হাবরা থানার পুলিশ স্থানীয় দক্ষিণ হাবরার গৌরবঙ্গ রোড থেকে সোমবার গভীর রাতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি চোরাই মোটর বাইক, একটি আগ্নেয়াস্ত্র ও ভোজালি উদ্ধার করা হয়েছে। ধৃতেরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি।

তৃণমূলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাটে। সোমবার গভীর রাতে বসিরহাট পুরসভার ১২, ১৩, ৭, ৮ এবং ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনার পরে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ দেখায় তৃণমূল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন আগে ২১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমা মারাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগের আঙুল ছিল তৃণমূলের দিকে। তার রেশ কাটতে না কাটতেই আবার পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটল। কংগ্রেস এবং সিপিএমের এই কাজে জড়িত বলে অভিযোগ তৃণমূলের। দলের নেতা দীপেন্দু বিশ্বাস বলেন, ‘‘বিরোধীরা প্রচারে পিছিয়ে পড়েছে, মানুষ আর ওদের সঙ্গে নেই বলে ব্যানার ছিঁড়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।’’ অভিযোগ অস্বীকার করে কংগ্রেস নেতা অসিত মজুমদার এবং সিপিএমের নিরঞ্জন সাহা বলেন, ‘‘আমাদের অত শক্তি কোথায় যে ওদের ব্যানার, পতাকা ছিঁড়ব?’’

কাশির সিরাপ উদ্ধার

প্রায় সাড়ে ছ’হাজার কাশির সিরাপ ভর্তি বোতল উদ্ধার করল পুলিশ। একটি সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে পুলিশ ইটিন্ডার কলবাড়ি এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে। সেখান থেকে এই সিরাপগুলি বাংলাদেশ যাওয়ার কথা ছিল বলে পুলিশ জানায়। এই ঘটনায় বাড়ির মালিক খয়ের তপাদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

যুবকের দেহ উদ্ধার জীবনতলায়

ধানখেত থেকে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে শরৎ সর্দার নামে (২৭) ওই যুবকের জীবনতলা এলাকার খুঁচিতলা গ্রাম থেকে দেহটি মেলে। তাঁর বাড়ি ওই এলাকায়। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

গাজনের সন্ন্যাসী হয়ে কাদা খেলায় মাতলেন বনগাঁ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী শঙ্কর আঢ্য (বাঁ দিকে)। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।

বনগাঁয় জলেশ্বরের গাজন মেলায়। ছবি -নির্মাল্য প্রামাণিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement