Bangladesh Cricket

আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেটারেরা! বিশ্বকাপের আগে লিটনদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতের সংস্থা

বিশ্বকাপে বাংলাদেশ কোথায় খেলবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশের ক্রিকেটারেরা সমস্যায় পড়েছেন। বিতর্কের আবহে ক্রিকেটারদের সঙ্গে স্পনসরশিপ সংক্রান্ত চুক্তি স্থগিত করে দিয়েছে ভারতীয় সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৪:৪১
Share:

বাংলাদেশের টি-টোয়েন্টি দল। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কোথায় খেলবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ঠিকই। তবে বাংলাদেশের ক্রিকেটারেরা সমস্যায় পড়েছেন। সাম্প্রতিক বিতর্কের আবহে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ সংক্রান্ত চুক্তি স্থগিত করে দিয়েছে ভারতীয় সংস্থা। ফলে আর্থিক ক্ষতির সামনে বাংলাদেশের ওই ক্রিকেটারেরা।

Advertisement

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘এসজি’ বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারকে স্পনসর করে। তার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অধিনায়ক লিটন দাস, মোমিনুল হকেরা রয়েছেন। আপাতত সেই চুক্তি স্থগিত রাখা হয়েছে। এসজি-র এক কর্তা বলেছেন, “ওদের স্পনসরশিপ চুক্তি নতুন করে সই হওয়ার কথা ছিল। ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক এবং ক্রিকেটীয় সমস্যার জন্য তা আপাতত থামিয়ে দেওয়া হয়েছে।”

শুধু তাই নয়, গত বছর ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ার পর ভারতের আর এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ‘এসএস’ বাংলাদেশের চার-পাঁচ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে। এতে ভাল রকম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই ক্রিকেটারেরা। দু’দেশের সম্পর্কের উন্নতি না হলে পরিস্থিতি বদল হওয়ার আশা নেই।

Advertisement

ক্রিকেটারেরাই শুধু নয়, বাংলাদেশের ক্রিকেট শিল্পও সমস্যার মুখে পড়েছে। এক সূত্র বলেছেন, “ক্রিকেটারদের চুক্তি স্থগিত হয়েছে তো বটেই। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের ক্রিকেট শিল্পও বেশ সমস্যায়। বাংলাদেশে গত ছ’মাস ধরে কোনও রকম ক্রিকেট সরঞ্জাম পাঠাচ্ছে না এসজি। বাংলাদেশের বিভিন্ন সংস্থায় তৈরি খেলাধুলোর পোশাক এসজি-সহ ভারতের বিভিন্ন সংস্থায় বিক্রি করা হত। গত এক বছরে সেই সংখ্যাও যথেষ্ট ভাবে কমে গিয়েছে।”

বাংলাদেশের ক্রীড়াশিল্পে ক্ষতির কথা স্বীকার করে নিয়েছেন সে দেশের একাধিক ব্যবসায়ী। লাভের আশায় তাঁরা চাইছেন, দ্রুত দু’দেশের সম্পর্কের উন্নতি হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement