টুকরো খবর

এক লক্ষ জাল ভারতীয় টাকা-সহ এক বাংলাদেশি যুবককে পাকড়াও করলেন বিএসএফের ৪০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা। বনগাঁর হরিদাসপুর ক্যাম্পের জওয়ানেরা বৃহস্পতিবার হরিদাসপুর থেকেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরে। রাতে তাকে থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Advertisement
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ০১:৩১
Share:

জাল টাকা-সহ ধৃত বাংলাদেশি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

এক লক্ষ জাল ভারতীয় টাকা-সহ এক বাংলাদেশি যুবককে পাকড়াও করলেন বিএসএফের ৪০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা। বনগাঁর হরিদাসপুর ক্যাম্পের জওয়ানেরা বৃহস্পতিবার হরিদাসপুর থেকেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরে। রাতে তাকে থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই যুবককে জেরা করে পুলিশ জানতে পেরেছে, তার নাম মহম্মদ সিপান শেখ। বাড়ি বাংলাদেশের সারষার শিকারপুর-লক্ষ্মণপুর এলাকায়। কোথা থেকে জাল টাকা এল, কোথায় পাঠানো হচ্ছিল, পুলিশ তা খতিয়ে দেখছে।

Advertisement

সন্ত্রাসমুক্ত রাজ্য গড়া, সারদা কাণ্ডে জড়িত তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার
বিকেলে ডায়মন্ড হারবার মহকুমা অফিসের সামনে আইন অমান্য আন্দোলন করল বিজেপি।
নেতৃত্বে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ, সহ সভাপতি সুফল ঘাঁটু।
কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক এ দিনের কর্মসূচিতে সামিল হন। নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন