টুকরো খবর

ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে আরও এক জনের দেহ উদ্ধার হল। বুধবার সকালে পাথরপ্রতিমার কেঁদোদ্বীপের কাছে সমুদ্রে নিত্যানন্দ প্রামাণিক (২০) নামে ওই মৎস্যজীবীর দেহ মেলে। তাঁর বাড়ি পাথরপ্রতিমার দক্ষিণ সীতারামপুর গ্রামে। পুলিশ জানায়, ১১ ডিসেম্বর সকালে ‘এফবি বাপ্পাই’ নামে একটি ট্রলারে ১০ জন গিয়েছিলেন মাছ ধরতে।

Advertisement
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৪ ০০:১৫
Share:

ট্রলার ডুবিতে উদ্ধার আরও ১ জনের দেহ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা

ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে আরও এক জনের দেহ উদ্ধার হল। বুধবার সকালে পাথরপ্রতিমার কেঁদোদ্বীপের কাছে সমুদ্রে নিত্যানন্দ প্রামাণিক (২০) নামে ওই মৎস্যজীবীর দেহ মেলে। তাঁর বাড়ি পাথরপ্রতিমার দক্ষিণ সীতারামপুর গ্রামে। পুলিশ জানায়, ১১ ডিসেম্বর সকালে ‘এফবি বাপ্পাই’ নামে একটি ট্রলারে ১০ জন গিয়েছিলেন মাছ ধরতে। পর দিন ভোরে ট্রলারটি উল্টে যায়। ৬টি ট্রলার দিন তিনেক তল্লাশির পরে সোমবার ৪ জনের দেহ উদ্ধার করে। এখনও নিখোঁজ ভগীরথ ভদ্র, দেবকুমার দাস।

Advertisement

গ্রাম পঞ্চায়েত প্রধানের ইস্তফা

নিজস্ব সংবাদদাতা • ভাঙড়

পঞ্চায়েত থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রধান। ভাঙড় ২ ব্লকের ভোগালি ২ পঞ্চায়েতে প্রধান টুকুরানি মণ্ডল গত ১৫ ডিসেম্বর সোমবার বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দেন। এর আগে গত তিন মাস ছুটিতে ছিলেন তিনি। ঠিক কী কারণে তিনি ইস্তফা দিলেন, সে বিষয়ে তৃণমূলের কোনও নেতাই মুখ খুলতে চাননি। প্রধানও কোনও মন্তব্য করেননি। তবে তাঁর স্বামী, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীকান্ত মণ্ডল বলেন, “পঞ্চায়েতের এত কাজের চাপ স্ত্রী সহ্য করতে পারছেন না। সে কারণেই ইস্তফা দেন।” বিডিও অয়ন দত্তগুপ্ত জানান, সরকারি নিয়ম মেনে পদত্যাগপত্র মহকুমাশাসকের কাছে হবে।

বিজেপির স্মারকলিপি ফলতায়

নিজস্ব সংবাদদাতা • ফলতা

মুখ্যমন্ত্রীর গ্রেফতার-সহ একাধিক দাবিতে ফলতা বিডিও অফিসে স্মারকলিপি দিল বিজেপি। কর্মসূচির নেতৃত্বে ছিলেন ফলতা ব্লকের বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল ও সাধারণ সম্পাদক নিখিল মণ্ডল। এলাকায় খালের উপর অবৈধ নির্মাণ বন্ধ করা, অর্থলগ্নি সংস্থায় ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত-সহ ২২টি দাবি জানানো হয়েছে বলে মন্তব্য করেন দেবদাসবাবু। বিডিও দেবত্তম দত্ত চৌধুরী বলেন, “দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন