Clash

ভাইয়ে ভাইয়ে গোলমালে প্রাণ গেল একজনের

সম্পত্তি নিয়ে বিবাদে দুই ভাইয়ের মারামারিতে প্রাণ গেল এক জনের। গ্রেফতার করা হয়েছে এক ভাই-সহ তিন জনকে। খুনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০৪:১৬
Share:

সম্পত্তি নিয়ে বিবাদে দুই ভাইয়ের মারামারিতে প্রাণ গেল এক জনের। গ্রেফতার করা হয়েছে এক ভাই-সহ তিন জনকে। খুনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement

ঘটনাটি বসিরহাটের সাঁইপালার আবু দৈয়ান রোড এলাকার। মৃতের নাম জয়দেব দাস ওরফে কালা (৫৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট শহরে এক সময়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন বিশ্বনাথ দাস। খোলাপোতার রামেশ্বরপুরে তাঁর একটি সিনেমা হল আছে। বিশ্বনাথবাবুর দুই মেয়ে এবং পাঁচ ছেলে। বাবার মৃত্যুর পরে সন্তানেরা সম্পত্তির ভাগ নিয়ে গন্ডগোলে জড়িয়ে পড়ে। একাধিকবার সালিশির পরেও দাস পরিবারে বিবাদ মেটেনি।

সোমবার সন্ধ্যায় আরও এক দফা আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি। তা নিয়ে রাতে ভাইদের মধ্যে বচসা শুরু হয়। মহিলারাও জড়িয়ে পড়েন তাতে। অভিযোগ, ধাক্কাধাক্কি এবং বচসার জেরে অসুস্থ হয়ে পড়েন জয়দেব। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।

Advertisement

পুলিশ জানায়, এই ঘটনার পর মৃতের ছেলে মনোজ অভিযোগ করেন, তাঁর বাবাকে লাথি মেরে খুন করা হয়েছে। পুলিশ মৃতের ছোট ভাই পিন্টু দাস, তাঁর স্ত্রী প্রতিমা এবং ওই পরিবারের নিকট আত্মীয়, সেনাকর্মী সাধন মণ্ডলকে গ্রেফতার করেছে। ধৃতদের অবশ্য দাবি, জয়দেবকে মারধর করা হয়নি। আগে থেকেই বুকের অসুখে ভুগছিলেন তিনি। পেসমেকারও বসাতে হয়েছিল। সামান্য কলহের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement