Minakha Bus Accident

কলকাতাগামী বাসে দুর্ঘটনা, মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস! মৃত তিন, আহত অন্তত ২০

মিনাখাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল কলকাতাগামী বাস! একাধিক মৃত্যুর আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১
Share:

বাস দুর্ঘটনার দৃশ্য। — নিজস্ব চিত্র।

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল কলকাতাগামী বাস! শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২০ জন যাত্রী। তবে এখনও অনেকে বাসের ভিতরেই আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মিনাখাঁর জয়গ্ৰামের কাছে বাসন্তী রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়ে বাসটি। সংঘর্ষের অভিঘাতে দোকানের এক দিকের ইঁটের দেওয়াল ভেঙে পড়ে। দেওয়ালের নীচে চাপা পড়ে যান অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাও। তবে বাসের মধ্যে এখনও বেশ কয়েক জন যাত্রী আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক বলেন, ‘‘২০ জন যাত্রী আহত হয়েছেন। মৃত তিন জন।’’ ইতিমধ্যেই আহতদের বেশ কয়েক জনকে উদ্ধার করে মিনাখাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোট ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েক জনকে কলকাতার হাসপাতালেও স্থানান্তরিত করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement