জমি দখলের চেষ্টায় তিন ভাইকে খুনের চেষ্টাও হয়েছিল। তার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল এক পরিবহণ ব্যবসায়ীকে। আশিস ঘোষ নামে ওই ব্যক্তির কাছ থেকে ২৫ কেজি গাঁজাও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি বসিরহাটের সংগ্রামপুরে ৩ শতক জমি দখল করতে গিয়ে জয়ন্ত, মনোজ এবং উত্তম চট্টোপাধ্যায় নামে তিন ভাইকে খুনের পরিকল্পনা করেছিল কিছু লোক। পুলিশের দাবি, জমি দখলের ওই চক্রে জড়িয়ে ছিলেন আশিসও। খুনের চেষ্টার অভিযোগের তদন্তে নেমে সংগ্রামপুরের দুলাল রায় এবং প্রসন্ন রায়কে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে সংগ্রামপুরেরই বাসিন্দা আশিসের নাম জানতে পারেন তদন্তকারীরা। ওই ব্যক্তি মাদকের কারবারেও জড়িত বলে পুলিশের দাবি। সোমবার রাতে রাজনগরে গাঁজা পাচারের সময়ে পুলিশ আশিসকে হাতেনাতে ধরে বলে দাবি করেছে।
তদন্তকারী অফিসারেরা আরও দাবি করেন, জমি হাতাতে লক্ষাধিক টাকায় ভাড়া করা হয়েছিল ৪ দুষ্কৃতীকে। তিন ভাইকে খুনের বরাত দেওয়া হয়েছিল তাদেরই। এই ঘটনায় এক মহিলা-সহ আরও কয়েকজন জড়িত বলে অনুমান পুলিশের। ধৃতদের জেরা করে জমি কেনাবেচার সিন্ডিকেটের হদিস মিলেছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। সোমবার রাতে বসিরহাটে তদন্তে এসেছিলেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার আনন্দ রায়।
মঙ্গলবার আশিসকে বারাসত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আশিসের অবশ্য দাবি, তিনি চক্রান্তের শিকার।