Calcutta High Court

জয়ন্ত সিংহের ‘প্রাসাদ’ ভাঙতে সময় আট সপ্তাহ

দিনের আলোয় বেআইনি নির্মাণ হলেও কামারহাটি পুরসভা কেন পদক্ষেপ করেনি, তা নিয়েও উঠেছিল প্রশ্ন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ০৮:১৯
Share:

—প্রতীকী চিত্র।

কামারহাটির তৃণমূল নেতা জয়ন্ত সিংহের ‘বেআইনি’ বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্তের নির্দেশ, আট সপ্তাহের মধ্যে পুর প্রশাসনকে ওই বাড়ি ভাঙতে হবে। প্রসঙ্গত, গত বছর এক ব্যক্তিকে স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছিল জয়ন্তের বিরুদ্ধে। সেই ঘটনাটি সামনে আসার পরেই জয়ন্তের একের পর এক ‘কীর্তি’ জানাজানি হয়। তার মধ্যে স্থানীয় মানুষদের উপরে নানাবিধ নিপীড়নের অভিযোগ যেমন ছিল, তেমনই বেআইনি ভাবে একটি প্রাসাদোপম বাড়ি তৈরি নিয়েও অভিযোগ ওঠে।

অভিযোগ ছিল, একটি ডোবা ভরাট করে ওই প্রাসাদোপম বাড়িটি তৈরি হয়েছে। দিনের আলোয় বেআইনি নির্মাণ হলেও কামারহাটি পুরসভা কেন পদক্ষেপ করেনি, তা নিয়েও উঠেছিল প্রশ্ন। আদালতের খবর, বিভিন্ন চাপের মুখে পড়ে জয়ন্তকে শেষমেশ গ্রেফতার করেছিল পুলিশ। প্রসঙ্গত, শাসকদলের নেতা এবং ‘প্রভাবশালীদের’ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জয়ন্তের বিরুদ্ধে পুলিশ-প্রশাসন নড়ে বসতেই ওই বেআইনি নির্মাণ নিয়ে তদন্ত শুরু করেছিল পুরসভা। সূত্রের দাবি, পুর তদন্তেও বেআইনি নির্মাণের কথা জানা গিয়েছিল। সংশ্লিষ্ট জমিটির মালিকানা জয়ন্তের কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছিল পুর তদন্তে। বেআইনি নির্মাণ নিয়ে জয়ন্তকে নোটিসও পাঠিয়েছিলেন পুর কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন