—প্রতীকী চিত্র।
কনকনে ঠান্ডা থেকে বাঁচতে রুম হিটার জ্বালিয়ে ঘুমোচ্ছিলেন পরিবারের দুই সদস্য। আর তা থেকেই ঘটল বিপর্যয়। রুম হিটার থেকে প্রথমে বিছানায় আগুন লাগে। নিমেষের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। খবর পেয়ে দফায় দফায় দমকলের আটটি ইঞ্জিন যায়। প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনতে সমর্থ হন দমকলকর্মীরা। ততক্ষণে ছাই হয়ে গিয়েছে গোটা ফ্ল্যাট। তবে, হতাহতের কোনও খবর নেই।
সোমবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে ভিআইপি রোডের ধারে একটি বহুতলে। স্থানীয় সূত্রের খবর, ওই বহুতলের সাততলায় থাকে একটি পরিবার। সোমবার রাতে পরিবারের দুই সদস্য বাড়িতে ছিলেন। বাকিরা কেউ ছিলেন না। বহুতলের অন্য আবাসিকেরা জানিয়েছেন, প্রথমে সাততলার ওই ফ্ল্যাটের এক বাসিন্দা তাঁদের জানান, ঘরে আগুন লেগেছে। তাই শুনে ছুটে আসেন অন্য আবাসিকেরা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে পুলিশ পৌঁছে আবাসিকদের বার করে আনে। ইতিমধ্যে পৌঁছে যায় দমকলও।
দমকল জানিয়েছে, প্রাথমিক ভাবে রুম হিটার থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। তবে, তদন্তের পরে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে