travis head ben duckett

মদ্যপান-বিতর্কে জড়ানো ইংরেজদের সঙ্গেই অ্যাশেজ়ের শেষে মদ্যপান করতে চান অস্ট্রেলিয়ার হেড, বললেন, ‘ওরা তো আমার বন্ধু’

অস্ট্রেলিয়ার নুসায় অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছিল ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে। সেই ক্রিকেটারদের সঙ্গে সিরিজ়ের শেষে মদ্যপানের ইচ্ছা প্রকাশ করলেন ট্রেভিস হেড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭
Share:

ডাকেটের সঙ্গে মদ্যপান করতে চান হেড। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মাঝে অস্ট্রেলিয়ার নুসায় কয়েক দিনের বিরতিতে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছিল ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে। সেই ক্রিকেটারদের সঙ্গে সিরিজ়ের শেষে মদ্যপানের ইচ্ছা প্রকাশ করলেন ট্রেভিস হেড। অস্ট্রেলিয়া ক্রিকেটারের ইচ্ছা, পুরনো প্রথা আবার ফিরিয়ে আনা হোক।

Advertisement

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে সাক্ষাৎকারে হেড বলেছেন, “আমাদের একে অপরের প্রতি সমীহ রয়েছে। ওদের দু’-একজনের সঙ্গে আমার ভাল বন্ধুত্ব রয়েছে। দু’দলের ক্রিকেটারদের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমার ইচ্ছা আছে ডাকির (বেন ডাকেট) সঙ্গে বিয়ার খাওয়ার। খুব ভাল একটা মুহূর্ত হবে সেটা। আমরা সিরিজ় জিতেছি। বাকি সব কিছুই ভাল ভাবে চলছে।”

অ্যাশেজ়ের শেষ টেস্টের পর দু’দলের ক্রিকেটারদের একত্র হয়ে মদ্যপানের পুরনো প্রথা রয়েছে। তবে ইংল্যান্ডে আগের সিরিজ়ে তা হয়নি। লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোকে আউট করার পর ইংরেজ সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছিল অস্ট্রেলিয়া।

Advertisement

সাজঘরে ফেরার সময় লং রুমে অসি ক্রিকেটারদের বিদ্রুপ করা হয়। তার প্রতিবাদও করেন কিছু ক্রিকেটার। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সেই টেস্টের পর ইংরেজ কোচ ব্রেন্ডন ম্যাকালাম আশঙ্কা প্রকাশ করেছিলেন সিরিজ় শেষের মদ্যপান নিয়ে। শেষ পর্যন্ত তা হয়ওনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম অভিযোগ করেছিল, ইংল্যান্ড ইচ্ছা করে মদ্যপান করতে আসেনি। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিলেন বেন স্টোকস। জানিয়েছিলেন, শেষ টেস্টের পর ইংল্যান্ডের ক্রিকেটারদের আগে থেকেই কিছু কাজ ছিল বলে আসতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement