Mamata Banerjee

তৃণমূলকে তুলোধোনা নিত্যানন্দের

বাসন্তীতে আসার আগে নফরগঞ্জে আক্রান্ত বিজেপি কর্মী সুব্রত গায়েনকে দেখতে ক্যানিং মহকুমা হাসপাতালে যান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বাসন্তী শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৪:৫০
Share:

স্বাগত: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। ছবি: প্রসেনজিৎ সাহা।

নামে মমতা হলেও রাজ্যবাসীর জন্য তাঁর কোনও ‘মমতা’ নেই বলে রাজ্যে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

Advertisement

শনিবার বাসন্তীতে দলীয় কর্মসূচিতে এসেছিলেন তিনি। ব্লকের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচিতে যোগ দেন।মন্ত্রীর সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস-সহ বিজেপি নেতারা। বাসন্তীর জ্যোতিষপুরে এক দলীয় কর্মীর বাড়িতে এ দিন দুপুরের খাবার খান কেন্দ্রীয় মন্ত্রী।

বাসন্তীতে আসার আগে নফরগঞ্জে আক্রান্ত বিজেপি কর্মী সুব্রত গায়েনকে দেখতে ক্যানিং মহকুমা হাসপাতালে যান তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে বাসন্তীর পালবাড়ি এলাকায় চা চক্রে যোগ দেন। পরে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘মমতা নাম হলেও পশ্চিমবঙ্গের মানুষের জন্য তাঁর মনে কোনও মমতা নেই। যত মমতা শুধু ভাইপোর জন্য। এ রাজ্যে পিসি-ভাইপোর পরিবারতন্ত্র চলছে। এখানে কোনও গণতন্ত্র নেই। এখানে মানুষের কাজ নেই, শিল্প নেই। কেন্দ্রের কোন প্রকল্পের সুবিধা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষকে পেতে দিচ্ছে না। একের পর এক বিজেপি কর্মীকে খুন করা হচ্ছে।’’

Advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলা যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লা এর পাল্টা বলেন, ‘‘বিজেপিতে একের পর এক কেন্দ্রীয় নেতার ছেলেমেয়েরা মন্ত্রী, বিধায়ক, সাংসদ।’’ তাঁর কথায়, ‘‘এ রাজ্যে যদি গণতন্ত্র না থাকে, তা হলে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে কী আছে বলবেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন