Corona Vaccine

Corona Vaccination camp: ধূপগুড়ির পর বারাসতের টিকা শিবিরেও বিশৃঙ্খলা, স্বজনপোষণের অভিযোগে ধাক্কাধাক্কি

মূলত বাজারের দোকানদারদের প্রতিষেধক দিতেই এই শিবিরের আয়োজন করেছিল বাজার কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৭
Share:

নিজস্ব চিত্র।

মঙ্গলবার ধূমগুড়ির ঘটনার পর বুধবার বারাসতের টিকা শিবিরেও ঘিরে চরম বিশৃঙ্খলা। টিকা দেওয়ার সময়ে স্বজনপোষণের অভিযোগ নিয়ে গন্ডগোল ছড়ায় বারাসতে পুলিশ আবাসনের বিপরীতে কাছারি মাঠ সংলগ্ন বাজার এলাকায় আয়োজিত ওই টিকা শিবিরে।

Advertisement

মূলত বাজারের দোকানদারদের প্রতিষেধক দিতেই এই শিবিরের আয়োজন করেছিল বাজার কমিটি। সেই মতো বুধবার সকাল সকাল ১০টা থেকে বাজার কমিটির সদস্যরা, তাঁদের পরিবারের লোকজন এবং বিত্রেতাদের টিকা দেওয়া শুরু হয়। টিকা দেওয়া হবে শুনে এলাকার বহু সাধারণ মানুষ টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। কিন্তু দীর্ঘ ক্ষণ কেটে গেলেও টিকা দেওয়া হচ্ছে না। উপরন্তু, লাইন ভেঙে বাজার কমিটির সদস্যদের পরিবার-পরিজনকে টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন টিকা নিতে আসা সাধারণ মানুষেরা। টিকা শিবিরের উদ্যোক্তাদের সঙ্গে হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাইনে দাঁড়িয়ে থাকা অনেকের বক্তব্য, ‘‘যদি টিকা দেওয়ার কোনও ইচ্ছে না থাকে, তা হলে বলতে গেল কেন যে টিকা দেওয়া হবে? বয়স্করা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কারও কোনও ভ্রুক্ষেপ নেই। আর ওদিকে লাইন ভেঙে নিজেদের লোককে ভিতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে।’’

বাজার কমিটির সম্পাদক অজিত সরকার বলেন, ‘‘কাছারি মাঠ বাজারে যাঁদের দোকান রয়েছে, মূলত তাঁদের টিকা দেওয়া হচ্ছে। দোকানদারদের পরিবারের লোকজনেরাও আসছেন। যাঁরা আসছেন, তাঁদের আগে টোকেন দেওয়া হচ্ছে। তার পর তাঁরা লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। ঝামেলা তেমন কিছুই হয়নি।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন