Mysterious Death

যুবকের অস্বাভাবিক মৃত্যু, অভিযুক্ত নেশামুক্তি কেন্দ্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরে হালিশহরের একটি ভাড়া বাড়িতে ওই নেশামুক্তি কেন্দ্রটি চলছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৩১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নেশামুক্তি কেন্দ্রে থাকা এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল হালিশহর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে, বাগমোড় চেকপোস্ট এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল (৪৬)। তিনি কালনার বাসিন্দা। গত অগস্ট মাস থেকে তিনি হালিশহরের ওই নেশামুক্তি কেন্দ্রে ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, শুক্রবার তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরে হালিশহরের একটি ভাড়া বাড়িতে ওই নেশামুক্তি কেন্দ্রটি চলছিল। সেটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। নেশামুক্তির জন্য কাউন্সেলিংয়ের নামে আবাসিকদের উপরে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগও করেছেন অনেকে। বিশ্বজিতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে শুক্রবারই মৃতের স্ত্রী হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় তৃণমূল পুরপ্রতিনিধি প্রবীর সরকার বলেন, ‘‘যুবককে মেরে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করে এসেছিল শুনেছি। তার পরে নেশামুক্তি কেন্দ্রে তালা লাগিয়ে কর্তৃপক্ষ চম্পট দেন। কেন্দ্রের মালিক বিশ্বজিৎ দাস বাড়ির মালিককে প্রয়োজনীয় নথি দেবেন বলেও দেননি। পুলিশ তদন্ত করলেই সবটা পরিষ্কার হবে।’’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত বলেন, ‘‘নেশামুক্তি কেন্দ্র চালাতে ট্রেড লাইসেন্স ছাড়াও ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্স প্রয়োজন। এই লাইসেন্স পেতে প্রয়োজনীয় পরিকাঠামোর প্রয়োজন হয়। এ ক্ষেত্রে এই সব ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।’’ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর ঠিক কারণ জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন