দেওয়াল লিখতে শুরু করল কংগ্রেসও

বৈঠকে হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা প্রশান্তকুমার হাইত দলবল নিয়ে কংগ্রেসে যোগ দেন বলে জানিয়েছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০১:৩৪
Share:

সূচনা: শুরু হল দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

ক’দিন আগে বাদুড়িয়ায় পঞ্চায়েত ভোটের দেওয়াল লিখন শুরু করে দিয়েছিল তৃণমূল। এ বার বসিরহাটে দেওয়াল লিখতে শুরু করল কংগ্রেস। শুক্রবার বসিরহাটের ইছামতীর পাড়ে সংগ্রামপুর বাসস্ট্যান্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখলেন জেলা কংগ্রেসের(গ্রামীণ) সভাপতি অমিত মজুমদার ও বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুর রহিম দিলু। দুপুরে স্থানীয় কাছারিপাড়ার একটি হলে কর্মীদের নিয়ে বৈঠক করেন কংগ্রেস নেতারা। সেখানে ঠিক হয় তৃণমূলকে ঠেকাতে বামেরা চাইলে তাদের সঙ্গে সমঝোতা করে প্রার্থী দেওয়া হবে। অমিতবাবু পরে জানান, বামেদের সঙ্গে কথা অনেকটাই এগিয়েছে। যেখানে যে শক্তিশালী, সেখানে তারা প্রার্থী দেবে ধরে নিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ আসনে কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করেছে। দিলু বলেন, ‘‘মানুষ যাতে নিজেদের ভোট নিজেরা দিতে পারেন, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে আমাদের আর্জি থাকবে।’’

Advertisement

বৈঠকে হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা প্রশান্তকুমার হাইত দলবল নিয়ে কংগ্রেসে যোগ দেন বলে জানিয়েছে কংগ্রেস।

২০১৩ সালে পঞ্চায়েত ভোটে বসিরহাট, বারাসত এবং বনগাঁ মহকুমায় ১৫৬টি পঞ্চায়েতের মধ্যে ৩৮টি কংগ্রেসের দখলে ছিল। যা বর্তমানে এসে দাঁড়িয়েছে মাত্র ৬টিতে। যৌথ ভাবে মাত্র ১টি পঞ্চায়েত সমিতি দখল করেছিল কংগ্রেস। জেলা পরিষদের ৮টি আসনে জয়ী হলেও পরে দল পরিবর্তনের জেরে জেলা পরিষদের এখন একটিও আসন নেই কংগ্রেসের দখলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement