West Bengal SIR

ভোটার তালিকায় দু’বার নাম খোদ পুরপ্রধানের, বিজেপির দাবিতে চাঞ্চল্য বারুইপুরে

বিজেপির স্থানীয় নেতা তথা রাজ্য কমিটির সদস্য উত্তম কর দাবি করেন, ওই ওয়ার্ডের তালিকায় দু’জায়গায় পুরপ্রধানের নাম রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১০:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যের ভোটার তালিকায় নানা অসঙ্গতি নিয়ে আগে একাধিক বার সরব হয়েছে বিজেপি। এ বার বারুইপুরের পুরপ্রধান শক্তি রায়চৌধুরীর নাম নিয়ে বিতর্ক বাধল। খোদ তৃণমূলের পুরপ্রধানের নামই ভোটার তালিকায় দু’বার রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। শক্তি রায়চৌধুরী বর্তমানে বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ভোটার।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির স্থানীয় নেতা তথা রাজ্য কমিটির সদস্য উত্তম কর দাবি করেন, ওই ওয়ার্ডের তালিকায় দু’জায়গায় পুরপ্রধানের নাম রয়েছে। তিনি বলেন, “১০ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর বুথের ভোটার তালিকায় ৫২৬ এবং ১২০১ নম্বরে শক্তিরায়চৌধুরীর নাম রয়েছে। এপিক নম্বরও দু’টি। আমরা বার বার বলে আসছি, তালিকায় এ রকম অসঙ্গতি রাজ্য জুড়ে আছে। একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে। তৃণমূল এর ফয়দা তুলছে। কিন্তু খোদ পুরপ্রধানের দু’জায়গায় নাম ভাবা যায় না!” পুরপ্রধানের পদে থেকেও তালিকায় এ হেন অসঙ্গতির বিরুদ্ধে তিনি পদক্ষেপ করেননি কেন, সেই প্রশ্নও তোলেন উত্তম।

শক্তি রায়চৌধুরী জানান, ৫২৬ নম্বরে তাঁর নাম আছে বলেই দীর্ঘ দিন ধরে জানেন তিনি। সেই অনুযায়ী সম্প্রতি এসআইআর-এর ফর্মও পূরণ করেছেন। এর বাইরে আর কোথাও তাঁর নাম আছে বলে তিনি জানেন না। তিনি বলেন, “তালিকায় দু’বার নাম আছে কিনা, থাকলে কেন আছে, সে ব্যাপারে আমি কিছু জানি না। তালিকা তো পুরসভা তৈরি করে না। করে নির্বাচন কমিশন। ফলে, গাফিলতি কিছু হয়ে থাকলে সেটা কমিশনের।” তিনি আরও বলেন, “আমি দীর্ঘ দিন পুরপ্রধানের পদ সামলাচ্ছি। এলাকার ক্রীড়া ও সংস্কৃতি জগতের সঙ্গেও প্রত্যক্ষ ভাবে যুক্ত আছি। জনপ্রিয়তায় টেক্কা দিতে না পেরে বিরোধীরা এই সব কুৎসা করে বেড়াচ্ছে।”

বারুইপুরের মহকুমাশাসক চিত্রদীপ সেন বলেন, “বিষয়টি জানি না। তবে, কোথাও কোনও রকম অসঙ্গতি থাকলে তাঅবশ্যই খতিয়ে দেখা হবে। একই ব্যক্তির দু’জায়গায় নাম থাকলে একটি নাম বাদ যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন