SIR

জীবিত ভোটার ‘মৃত’ নিউ ব্যারাকপুরের খসড়া ভোটার তালিকাতেও

দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিউ ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে, এনুমারেশন ফর্ম জমা দেওয়া সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় একাধিক ভোটারের নাম নেই। তাঁদের কাউকে মৃত, কাউকে স্থানান্তরিত বলে দেখানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৮:১৪
Share:

—প্রতীকী চিত্র।

খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্যের একাধিক জায়গায় দেখা যাচ্ছে, জীবিত ভোটারদের মধ্যে কাউকে মৃত, কাউকে নিখোঁজ, আবার কাউকে স্থানান্তরিত বলে দেখানো হয়েছে। এ বার নিউ ব্যারাকপুর থানা এলাকাতেও দেখা গেল সেই এক ছবি।

দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিউ ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে, এনুমারেশন ফর্ম জমা দেওয়া সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় একাধিক ভোটারের নাম নেই। তাঁদের কাউকে মৃত, কাউকে স্থানান্তরিত বলে দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, নিউ ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি অংশে মোট ভোটার রয়েছেন ৪৫৬৭ জন। খসড়া ভোটার তালিকায় নাম বাদ গিয়েছে ৬৩৩ জনের। এঁদের মধ্যে মৃত ৩৮২ জন, স্থানান্তরিত ১১৮ জন, নিখোঁজ ১২৫ জন এবং একই নাম আট জনের আছে বলে দেখানো হয়েছে। এই ৬৩৩ জনের মধ্যে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীও আছেন, যাঁর নাম তালিকায় নেই। আবার, এক মহিলাকে তালিকায় মৃত হিসাবে দেখানো হয়েছে।

ওই মহিলা জানান, তাঁর মা কয়েক বছর আগে মারা গিয়েছেন। মায়ের নথি দেওয়া হয়েছিল। হয়তো সেই সূত্রে ভুল হয়েছে। ফের আবেদন করা হয়েছে। খসড়া তালিকায় গরমিল দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, শুধু বিএলও নয়, রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভূমিকাও থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন