coronavirus

সেফ হোমে শুরু হল রোগী ভর্তি

সেফ হোমে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ০৭:০০
Share:

প্রতীকী ছবি।

করোনা সংক্রমণ বাড়ছে অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি থেকে থেকে এখনও পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০০ জন মানুষ। মারা গিয়েছেন ১৪ জন।

Advertisement

এই পরিস্থিতিতে এলাকার মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নেতাজি শতবার্ষিকী কলেজে তৈরি করা হয়েছে সেফ হোম। শুক্রবার থেকে রোগী ভর্তি শুরু হয়েছে।

শহর এবং গ্রামীণ এলাকার মানুষ সকলেই সেফ হোমে ভর্তি হতে পারবেন। সেফ হোমে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।

Advertisement

পুরপ্রশাসক প্রবোধ সরকার বলেন, ‘‘আমরা ১০০ শয্যার সেফ হোম করেছি। ইতিমধ্যেই ৯০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। বাকি ১০টি শয্যা শীঘ্রই আনা হবে। শুক্রবার তিনজন রোগীকে ভর্তি করা হয়েছে। প্রশাসন ৩টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে। আমরা আরও ৫টি সিলিন্ডারের ব্যবস্থা করেছি।’’

গত বছর করোনা পরিস্থিতিতে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চালু করা হয়েছে।

প্রবোধ বলেন, ‘‘হাসপাতালের শয্যা সংখ্যা ৮০ থেকে বাড়িয়ে ১০০ করা হয়েছে। এর ফলে জেলার মানুষ উপকৃত হবেন।’’

দিন কয়েক আগে জেলাশাসক সুমিত গুপ্তা অশোকনগরে এসে ঘোষণা করেছিলেন, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল অক্সিজেন প্লান্ট বসানো হবে।

এ বার হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরির জন্য ভবন নির্মাণের কাজ শুরু হল। ১৫ দিনের মধ্যে কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারেরা।

পুরসভার পক্ষ থেকে কয়েক দিন আগেই করোনা সংক্রান্ত সহযোগিতার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাখা হয়েছে অক্সিজেন সিলিন্ডার। বাড়িতে মুমূর্ষু কারও অক্সিজেনের প্রয়োজন হলে দেওয়া হবে।

প্রবোধ বলেন, ‘‘করোনায় মৃত মানুষদের পুরসভা বিনামূল্যে দাহ করার ব্যবস্থা করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement