Titagarh

টিটাগড় বিস্ফোরণকাণ্ডে তৃণমূল কাউন্সিলর আরমানের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

গত সোমবার সকালে টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকায় একটি ফ্ল্যাটে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গ্রেফতার হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং তাঁর দুই সঙ্গী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:১৭
Share:

ধৃত আরমান মণ্ডল। —ফাইল চিত্র।

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার ব্যারাকপুর আদালত এই নির্দেশ দিয়েছে।

Advertisement

গত সোমবার সকালে টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দেখা যায়, একটি বহুতলের ফ্ল্যাটের দেওয়াল বিস্ফোরণে উড়ে গিয়েছে। ইটের দেওয়াল ভেঙে টুকরো পড়ে নীচের বস্তির টালির চালায়। তদন্ত শুরু করে পুলিশ। জানা যায় যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছিল, তার চাবি থাকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমানের কাছে। প্রোমোটার জানান, ফ্ল্যাটটি দখল করে রেখেছিলেন কাউন্সিলর।

ঘটনাক্রমে ওই তৃণমূল কাউন্সিলর-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তার আগে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। স্থানীয় সূত্রে জানা যায়, গত লোকসভা ভোটের সময় সংশ্লিষ্ট ফ্ল্যাটটি ‘দলীয় কাজে’ লাগান আরমান। আবাসনের প্রোমোটার জানান, ফ্ল্যাটটি দখল করে রেখেছিলেন কাউন্সিলর। অভিযোগ উড়িয়ে দিলেও আরমান এবং তাঁর দুই সঙ্গী আরশাদ খান এবং শাহরুখকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

শনিবার আরমানকে ব্যারাকপুর আদালতে তোলে টিটাগড় থানার পুলিশ। বিচারক তাঁকে আরও ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement