Midnapore Row

লটারির টিকিট বিক্রেতার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরানো হল রাস্তায়! মেদিনীপুর শহরে চাঞ্চল্য

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দগ্ধ অবস্থায় সুরজিৎ রাস্তায় ছোটাছুটি করছেন। তবে ওই সময়েও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি পরনের পোশাক খুলে ফেলেন। স্থানীয়েরা ছুটে গিয়ে গামছা দিয়ে তাঁকে ঢেকে আগুন নেবানোর চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:২৫
Share:

দগ্ধ অবস্থায় রাস্তায় সুরজিৎ সাউ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত।

সকাল সকাল দোকান খুলে বসেছিলেন। অন্যান্য দিনের মতোই। হঠাৎ এক যুবক এলেন দোকানে। কিছু বুঝে ওঠার আগে দোকানদারের সারা গায়ে ছিটিয়ে দিলেন তরল কোনও পদার্থ। তার পর দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দৌড় পালালেন। অগ্নিদগ্ধ যুবকের চিৎকারে চমকে যান আশপাশের সকলে। কোনও রকমে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর লাগোয়া কেরানিচটি এলাকায়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, অগ্নিদগ্ধ ব্যক্তির নাম সুরজিৎ সাউ। পেশায় লটারির টিকিট বিক্রেতা তিনি। দুপুরে এক যুবক তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। দগ্ধ অবস্থায় সুরজিৎকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা শঙ্কাজনক।

কেরানিচটি এলাকায় দীর্ঘ দিন ধরে লটারির ব্যবসা করেন সুরজিৎ। সঞ্জিৎ কোটাল নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘সুরজিৎ দোকানে ছিল। সেই সময় ওর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় এক যুবক। কে আগুন লাগিয়েছে বা কেন লাগিয়েছে, তা বলতে পারব না। আমরা সুরজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ওর চিকিৎসা চলছে।’’

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’ তিনি জানান, যুবকের শরীরের সামনের কিছু অংশ এবং একটি হাতের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, তিন জন বাইক করে এসেছিলেন। তাঁরাই আগুন লাগিয়ে পালিয়ে যান। পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দগ্ধ অবস্থায় সুরজিৎ রাস্তায় ছোটাছুটি করছেন। তবে ওই সময়েও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি পরনের পোশাক খুলে ফেলেন। স্থানীয়েরা ছুটে গিয়ে গামছা দিয়ে তাঁকে ঢেকে আগুন নেবানোর চেষ্টা করেন।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জখম লটারির টিকিট বিক্রেতাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ-ও জানা গিয়েছে, ওই এলাকার একটি ‘ফাস্ট ফুড’-এর দোকান নিয়ে সুরজিৎ-এর সঙ্গে ঝামেলা হয়েছিল দুই যুবকের। সেই সময় লটারির টিকিট ব্যবসায়ীকে মারধর করা হয়। তার পরে শনিবার একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে আনেন অভিযুক্তদের এক জন। সেটাই ছিটিয়ে দেওয়া হয় সুরজিতের গায়ে। দেশলাই দিয়ে আগুন ধরিয়ে অন্য অভিযুক্তকে নিয়ে বাইকে চম্পট দেন তিনি। পরে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ধৃতদের নাম আকাশ মুখী এবং অমরনাথ পাখিরা। যে পেট্রল পাম্প থেকে তাঁরা বোতলে করে পেট্রল কিনেছিলেন সেই দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement